BEIJING FOREIGN

STUDIES UNIVERSITY

জার্মান বিভাগ

发布时间:2019-05-09

বিএফএসইউ’র জার্মান বিভাগ ১৯৫০ সালে প্রতিষ্ঠিত। প্রথম দিকে এ বিভাগে শুধু ২ জন শিক্ষক ও ১৪ জন শিক্ষার্থী ছিল। ২০০২ সালে জার্মান ভাষা ও সাহিত্য অনুষদ জাতীয় গুরুত্বপূর্ণ একাডেমিক বিষয় হিসেবে চীনের জাতীয় পরিষদের স্বীকৃতি পেয়েছে। ২০০৮ সালে তা বিশিষ্ট একাডেমিক বিষয় হিসেবে চীনের শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের স্বীকৃতি পেয়েছে।

জার্মান বিভাগের ৬টি প্রধান শিক্ষা কার্যক্রম আছে, জার্মান সাহিত্য, জার্মান ভাষাবিজ্ঞান, অনুবাদ, আন্তঃসাংস্কৃতিক গবেষণা, জার্মানির পররাষ্ট্রনীতি ও অর্থনীতি এবং জার্মান ভাষা শিক্ষা পদ্ধতি। এখানে স্নাতক প্রোগ্রাম শিক্ষার্থীদের চীনের আন্তঃবিষয়ক পেশাগত দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজন করা হয়। ছাত্রছাত্রীদের জ্ঞান চর্চা ও ব্যক্তিগত আগ্রহের ভিত্তিতে পাঠ্যক্রম তৈরি করা হয়। প্রথম দুই শিক্ষাবর্ষে মৌলিক ভাষা কোর্স প্রাধান্য পায়, কিন্তু পরবর্তী দুই শিক্ষাবর্ষে অধিকতর উচ্চ পর্যায়ের শিক্ষাক্রম তৈরি করা হয়। বাধ্যতামূলক কোর্সের ক্ষেত্রে ছাত্রছাত্রীরা তাদের ব্যক্তিগত আগ্রহ ও ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী ছয়টি মডিউল থেকে চারটি মডিউলের কোর্স বেছে নিতে পারে(জার্মান সাহিত্য, জার্মান ভাষাবিজ্ঞান, অনুবাদ, আন্তঃসাংস্কৃতিক গবেষণা, জার্মানির পররাষ্ট্রনীতি ও অর্থনীতি)।

বর্তমানে জার্মান বিভাগে মোট ৩৭ জন অনুষদ সদস্য আছেন। তাদের মধ্যে ৩৩ জন পূর্ণকালীন শিক্ষক এবং ২৯ জনের পিএইচ.ডি ডিগ্রি আছে। শিক্ষকদের মধ্যে ৮ জন অধ্যাপক ( ৬ জন পিএইচ.ডি ডিগ্রিধারী) এবং ১১ জন সহযোগী অধ্যাপক। ২০১৫ সালে স্নাতক শ্রেণীতে ৩৪৫ জন, স্নাতকোত্তর শ্রেণীতে ৯২ জন এবং পিএইচ.ডি প্রার্থী ২৫ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।

জার্মান বিভাগ বিশ্বের বিভিন্ন সুবিখ্যাত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পারস্পরিক সহযোগিতা চুক্তি করেছে। এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অব হেইডেলবার্গ, ইউনিভার্সিটি অব গোটিংগেন, ফ্রেড্রিচ স্কিলার ইউনিভার্সিটি জেনা, ইউনিভার্সিটি অব পাসাউ, এসডিআই মিউনিখ এবং ইউনিভার্সিটি অব ভিয়েনা। প্রতি বছর বিএফএসইউ’র জার্মান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এসব বিশ্ববিদ্যালয়ে আয়োজিত স্বল্পকালীন বিনিময় কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ পান। আন্তর্জাতিক শিক্ষার্থীরাও জার্মান বিভাগে ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হতে পারে। ২০০৮ সাল থেকে জার্মান বিভাগ নানচিং ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব গোটিংগেনের সঙ্গে যৌথভাবে আন্তঃসাংস্কৃতিক গবেষণা এবং জার্মান গবেষণা বিষয়ে ডাবল-মাস্টার ডিগ্রি প্রোগ্রাম চালু করেছে। এ প্রোগ্রামের ছাত্রছাত্রীরা শিক্ষাপ্রাপ্ত হয়ে চীনা ও জার্মান উভয় বিশ্ববিদ্যালয় থেকেই ডিগ্রি পেতে পারে। তাছাড়া এখানে ইন্সটিটিউট ফর দ্য জার্মান ল্যাঙ্গুয়েজ(IDS) এবং ইউনিভার্সিটি অব মানহেইমের সঙ্গে যৌথভাবে একটি ডাবল-পিএইচ.ডি ডিগ্রি প্রোগ্রামও আয়োজন করা হয়।

ঠিকানা: ২নং দক্ষিণ শি সান হুয়ান সরণি, বেইজিং, চীন ১০০০৮৯

আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা কার্যালয়

কনফুসিয়াস ইনস্টিটিউট কার্যালয়

বিদেশী শিক্ষার্থী কার্যালয়

সাধারণ প্রশাসন কার্যালয়

Copyright@BFSU.Support by ITC