BEIJING FOREIGN

STUDIES UNIVERSITY

আরবি গবেষণা স্কুল

发布时间:2019-05-09

আরবি গবেষণা স্কুল(এসআরএস) আগে আরবি ভাষা প্রোগ্রাম ছিল যা ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়, পরে এই প্রোগ্রামের উন্নয়ন সাধন করে ১৯৮১ সালে আরবি বিভাগ হয়েছে। আরবি স্কুল চীনের প্রথম আরবি ভাষা ও সাহিত্য বিষয়ক স্নাতকোত্তর ও পিএইচ.ডি প্রোগ্রাম শুরু করে যথাক্রমে ১৯৮১ ও ১৯৮৬ সালে। ২০০২ সালে আরবি ভাষা ও সাহিত্য পেইচিং পৌর সরকারের গুরুত্বপূর্ণ একাডেমিক বিষয় হিসেবে স্বীকৃতি পেয়েছে। ২০০৭ সালে চীনের জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ একাডেমিক বিষয় হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের স্বীকৃতি পেয়েছে। ২০১৫ সালের জুন মাসে আরবি বিভাগের নাম পরিবর্তন করে আরবি গবেষণা স্কুল রাখা হয়েছে।

৫০ বছরেরও বেশি সময় ধরে আরবি স্কুল শিক্ষাক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে। অধ্যাপক না জুং ও অধ্যাপক ইয়ু জাং রোংসহ স্কুলের সকল শিক্ষকদের নিরলস প্রচেষ্টায় আরবি গবেষণা স্কুল বর্তমানে বিএফএসইউ’র উল্লেখযোগ্য স্কুলগুলোর মধ্যে স্থান পেয়েছে। এ স্কুলে বিভিন্ন পর্যায়ের একাডেমিক শিক্ষা কার্যক্রম চালু আছে, উচ্চ মানের শিক্ষাদান ও গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এখন চীনে আরবি শিক্ষাদানের ক্ষেত্রে স্কুলটি প্রথম স্থানে রয়েছে। বর্তমান স্কুলে ১৭ জন অনুষদ সদস্য আছেন, তাদের মধ্যে ৪ জন অধ্যাপক এবং ৪ জন সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। ৮ জন সদস্যের ডক্টরেট ডিগ্রি আছে। অনুষদ সদস্যদের মধ্যে অন্যতম স্কলার সিরিয়ার বিখ্যাত অধ্যাপক ফিরাস সাওয়াহ(Firas Sawah) এখানে শিক্ষকতা করছেন।

এ পর্যন্ত মোট ২০০০ জনেরও বেশি শিক্ষার্থী আরবি গবেষণা স্কুল থেকে শিক্ষাপ্রাপ্ত হয়েছে। ভাষায় উচ্চ মানের যোগ্যতা ও সুসংহত একাডেমিক জ্ঞান এবং অন্যান্য দক্ষতা নিয়ে তারা বিভিন্ন কর্মসংস্থানে চাকরি করছেন এবং স্কুলের জন্য সুনাম অর্জনে সক্রিয় ভূমিকা পালন করছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আরবি ভাষা বিভাগে কর্মরত অর্ধেকেরও বেশি কর্মকর্তা এই স্কুল থেকে শিক্ষাপ্রাপ্ত। এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন উপ-পররাষ্ট্রমন্ত্রী জাং মিং, ৩০ জনেরও বেশি রাষ্ট্রদূত এবং কয়েক ডজন কাউন্সিলর। বর্তমান এই স্কুলে ১৯০ জন স্নাতক, ৪৪ জন স্নাতকোত্তর ও ১০ জন পিএইচ.ডি প্রার্থী প্রোগ্রামে নিবন্ধিত আছে।

আরবি ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে এই স্কুলের গবেষণা অত্যন্ত উচ্চ মানের। জাতীয় পর্যায়ে আরবি ভাষা শিক্ষা ও গবেষণার চাহিদা মেটাতে এবং শিক্ষার্থীদের বহুমুখী জ্ঞান বাড়ানোর লক্ষ্যে এ স্কুলে তিনটি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এ তিনটি কেন্দ্র হচ্ছে জায়েদ সেন্টার ফর এরাবিক ল্যাঙ্গুয়েজ এন্ড ইসলামিক স্টাডিজ, সিনো-এরাবিক মিডিয়া এক্সচেঞ্জ সেন্টার এবং সেন্টার ফর মিডল ইস্ট স্টাডিজ।

আরবি গবেষণা স্কুল আরব বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখছে, যেমন লেবানিজ ইউনিভার্সিটি, এইন শামস ইউনিভার্সিটি, সুয়েজ ক্যানেল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি হাসান দ্বিতীয় অব মরক্কো, আলজেরিয়া সেকেন্ড ইউনিভার্সিটি, ইউএই ইউনিভার্সিটি এবং জায়েদ ইউনিভার্সিটি অব ইউএই। প্রতি বছরে বিএফএসইউ’র আরবি গবেষণা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বল্পকালীন বিনিময় প্রোগ্রামে অংশগ্রহণ করে এসব বিখ্যাত বিশ্ববিদ্যালয় ও একাডেমিক ইন্সটিটিউশনে পড়াশোনার সুযোগ পান।

আরবি গবেষণা স্কুল আরবি ভাষায় উচ্চ মানের পেশাগত শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষার্থীদের দোলনা হিসেবে সুনাম পেয়েছে। এই স্কুলটি চীন ও আরব বিশ্বের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের একটি মঞ্চ এবং চীনা ও আরবি জনগণের মধ্যে মৈত্রী সেতু হিসেবে কাজ করে যাচ্ছে।

ঠিকানা: ২নং দক্ষিণ শি সান হুয়ান সরণি, বেইজিং, চীন ১০০০৮৯

আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা কার্যালয়

কনফুসিয়াস ইনস্টিটিউট কার্যালয়

বিদেশী শিক্ষার্থী কার্যালয়

সাধারণ প্রশাসন কার্যালয়

Copyright@BFSU.Support by ITC