BEIJING FOREIGN

STUDIES UNIVERSITY

বেইজিং ফরেন স্টাডিজ বিশ্ববিদ্যালয়ে ‘চীনা ভাষা সেতু সামার ক্যাম্প-২০২১’ আয়োজিত

发布时间:2021-09-02



২০ই জুলাই থেকে ৭ই অগাস্ট পর্যন্ত বেইজিং ফরেন স্টাডিজ বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা সেতু-২০২১ এর অনুষ্ঠানগুলো অনলাইনে আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানের মধ্যে রয়েছে ইমমের্শন এন্ড ইমপ্রেশন Immersion and Impressionশীর্ষক ইউরোপীয় মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইন সামার ক্যাম্প এবং চীনের অনুসন্ধান- লিং নান স্টেশন (চীনা-জার্মান ভাষা) শীর্ষক অনলাইন সামার ক্যাম্প।

চীনা ভাষা সেতু-২০২১ অনলাইন অনুষ্ঠানগুলোর বিষয় ছিল চীনা ভাষা উন্নত করা এবং চীনা সংস্কৃতি উপলব্ধি করা। অনুষ্ঠানগুলো ভিডিও ক্লাস এবং সরাসরি অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। এতে ছোট ছোট গ্রুপে ভাষা শিক্ষা এবং বড় গ্রুপে সাংস্কৃতিক বক্তৃতার আয়োজন করা হয়েছিল। চীনা সংস্কৃতির নানা দিক উপলব্ধি করা ও বর্তমান চীনকে ভালোভাবে উপলব্ধি করার ক্ষেত্রে চীনা ভাষা উন্নয়নের এই অনুষ্ঠানগুলো বিদেশি শিক্ষার্থীদের জন্য উপকারী।

ইমমের্শন এন্ড ইমপ্রেশন শীর্ষক ইউরোপীয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইন সামার ক্যাম্প এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইন সামার ক্যাম্পের মধ্যে রয়েছে চীনা ভাষা ক্লাস, ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতিবিষয়ভিত্তিক অনুষ্ঠান, চীন বিষয়ভিত্তিক বক্তৃতা, বেইজিংয়ে ভ্রমণ এবং পড়াশোনা, ভিডিও সিরিজ আর নানা ভাষায় চীনের কথা। রাশিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, স্পেন-সহ ১১টি দেশের ১৭৬জন শিক্ষার্থী দুটি ক্যাম্পে যোগ দিয়েছিলো।

চীনের অনুসন্ধান- লিংনান স্টেশন শীর্ষক অনলাইন সামার ক্যাম্পে চীনের লিং নান অঞ্চলের ইতিহাস ও সাংস্কৃতিক উত্তরাধিকার এবং উন্নয়নের বিষয়ে জোর দেওয়া হয়েছে। এর মধ্যে ৩টি অংশ ছিলো। যেমন- চীনা ভাষার ক্লাস, সাংস্কৃতিক অভিজ্ঞতার কোর্স ও চর্চার ক্লাস। জার্মানি, লুক্সেমবুর্গ, পর্তুগাল, যুক্তরাজ্য, পোল্যান্ড-সহ ১৪টি দেশের ৯৭জন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে।

 

ঠিকানা: ২নং দক্ষিণ শি সান হুয়ান সরণি, বেইজিং, চীন ১০০০৮৯

আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা কার্যালয়

কনফুসিয়াস ইনস্টিটিউট কার্যালয়

বিদেশী শিক্ষার্থী কার্যালয়

সাধারণ প্রশাসন কার্যালয়

Copyright@BFSU.Support by ITC