BEIJING FOREIGN

STUDIES UNIVERSITY

চীনা ভাষা ও সাহিত্য স্কুল

发布时间:2019-05-09

চীনা ভাষা ও সাহিত্য স্কুলের( এসসিএলএল) ইতিহাস ৬০ বছরেরও বেশি পুরাতন। এই স্কুলে তিনটি বিভাগ আছে। চীনা ভাষা ও সাহিত্য বিভাগে চীনা ছাত্রছাত্রীদের জন্য স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম আছে। বিদেশী ভাষা হিসেবে চীনা ভাষা শিক্ষা বিভাগে আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের জন্য স্নাতক প্রোগ্রাম আছে। চীনা ভাষা প্রশিক্ষণ কেন্দ্রে আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের জন্য নন-ডিগ্রি প্রশিক্ষণ দেওয়া হয়। তাছাড়া, এসসিএলএল চীনের‘হান পান’(চীনা ভাষা প্রচার সদর সপ্তর)-এর বিদেশী ভাষা হিসেবে চীনা ভাষা শিক্ষার বহুভাষী প্রশিক্ষণ কেন্দ্র এবং বিএফএসইউ’র ২১টি কনফুসিয়াস ইন্সটিটিউটের জন্য চীনা ভাষা প্রোগ্রাম আয়োজনের দায়িত্ব পালন করে।

এই স্কুলে মোট ৬৫ জন শিক্ষক কর্মরত আছেন। তাদের মধ্যে ৩২ জনের পিএইচ.ডি ডিগ্রি আছে। তালিকায় নিবন্ধনকৃত ছাত্রছাত্রীর সংখ্যা ১৫০০ জন, এর মধ্যে ৫০০ জন চীনা ছাত্র এবং বিশ্বের ৪০টিরও বেশি দেশ থেকে আসা ১০০০ জন বিদেশী ছাত্র আছে।

এসসিএলএল’র দু’টো স্নাতক প্রোগ্রাম আছে, চীনা ভাষা ও সাহিত্য এবং বিদেশী-ভাষীদের চীনা ভাষা শিক্ষা (টিসিএসওএল/teaching Chinese to speakers of other languages)। এখানে ৫টি স্নাতকোত্তর প্রোগ্রাম আছে, ভাষাবিজ্ঞান ও ফলিত ভাষাবিজ্ঞান, চীনা ভাষা গবেষণা, তুলনামূলক সাহিত্য ও বিশ্বসাহিত্য, প্রাচীন-কালীন চীনা সাহিত্য এবং বিদেশী-ভাষীদের চীনা ভাষা শিক্ষা (টিসিএসওএল)। এছাড়া ২টি পিএইচ.ডি প্রোগ্রাম আছে, তুলনামূলক সাহিত্য ও মিশ্র-সাংস্কৃতিক গবেষণা(Cross-cultural Studies) এবং বিদেশী-ভাষীদের চীনা ভাষা শিক্ষা (টিসিএসওএল)। এ দু’টোই পেইচিং পৌর সরকারের নির্দেশিত গুরুত্বপূর্ণ একাডেমিক বিষয় এবং আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত।

এসসিএলএল-এর লক্ষ্য হচ্ছে উচ্চ মানের চীনা ও বিদেশী ভাষা ও সংস্কৃতি শিক্ষাদানের মাধ্যমে বহুমুখী পেশাগত দক্ষ ছাত্রছাত্রী গড়ে তোলা। চীনা সংস্কৃতি’র ভিত্তিতে এসসিএলএল’র সৃষ্ট আন্তর্জাতিক পরিবেশের মধ্যে দেশী-বিদেশী ছাত্রছাত্রীরা উন্মুক্তভাবে যোগাযোগ করতে ও পরস্পরের কাছ থেকে শিখতে পারে। 

এসসিএলএল একাডেমিক গবেষণার ওপরেও গুরুত্ব দেয়। এখানকার শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণা কাজে সাফল্য অর্জনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য কর্মশালা ও আলোচনাসভার আয়োজন এবং দেশী-বিদেশী বিখ্যাত স্কলারদের বক্তৃতা দেওয়ার জন্য ব্যবস্থা করার মাধ্যমে এসসিএলএল একটি একাডেমিক পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে চলেছে এবং এর ফলে গবেষণামূলক অসংখ্য ভাল ফলাফলও লাভ করেছে।

এসসিএলএল’র দুটো গবেষণা কেন্দ্র আছে, এগুলো হল‘চীনা ভাষা শেখানোর তথ্য কেন্দ্র’এবং‘তুলনামূলক সাহিত্য এবং সংস্কৃতি গবেষণা কেন্দ্র’। এছাড়া দুটি একাডেমিক জার্নাল আছে,‘ইন্টারন্যাশনাল চাইনিজ ল্যাঙ্গুয়েজ এডুকেশন’এবং‘জার্নাল অব হিউম্যানিটিস’। তাছাড়া চীনা ভাষা সংক্রান্ত পরীক্ষার আয়োজনও করা হয় এখানে, যেমন এইচএসকে(চীনা ভাষার মান পরীক্ষা), এইচএসকেকে(মৌখিক চীনা ভাষার মান পরীক্ষা) এবং টেস্ট ফর ইন্টারন্যাশনাল চাইনিজ ল্যাঙ্গুয়েজ টিচার সার্টিফিকেট।

ঠিকানা: ২নং দক্ষিণ শি সান হুয়ান সরণি, বেইজিং, চীন ১০০০৮৯

আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা কার্যালয়

কনফুসিয়াস ইনস্টিটিউট কার্যালয়

বিদেশী শিক্ষার্থী কার্যালয়

সাধারণ প্রশাসন কার্যালয়

Copyright@BFSU.Support by ITC