BEIJING FOREIGN

STUDIES UNIVERSITY

ইংরেজি এবং আন্তর্জাতিক বিষয় গবেষণা স্কুল

发布时间:2019-05-09

১৯৪৪ সালে প্রতিষ্ঠিত এ স্কুলে দুটি বিভাগ রয়েছে, যথাক্রমে: ইংরেজি ভাষা ও সাহিত্য এবং অনুবাদ ও ব্যাখ্যা। এই স্কুলটি ইংরেজি ভাষা শিক্ষা ও গবেষণা কেন্দ্র হিসেবে চীনের শীর্ষ স্কুলগুলোর মধ্যে অন্যতম।‘পৃথিবীকে জানা এবং বিশ্বজনগণের কল্যাণে অবদান রাখার’লক্ষ্যে স্কুলটির নিজস্ব শিক্ষা বৈশিষ্ট্য তৈরি হয়েছে, তা হল ইংরেজি ভাষা ও সংস্কৃতি দু’দিকে সমানভাবে গুরুত্ব দেওয়া এবং শিক্ষাদান ও গবেষণা এই দুই ক্ষেত্র সংযুক্ত করা। ইংরেজি ভাষা ও সাহিত্য এবং অনুবাদ বিষয়ে স্কুলটির শিক্ষা ও গবেষণার মান অত্যন্ত উচ্চ পর্যায়ের। ইংরেজি ও অনুবাদ বিষয়ে চীনের মধ্যে শ্রেষ্ঠ এবং বিশ্বের শীর্ষ মানে পৌঁছানোর লক্ষ্যে স্কুলটি আন্তরিকভাবে শিক্ষার্থীদের সাথে কাজ করে যাচ্ছে।

স্নাতক শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও অনুবাদ দক্ষতা তৈরি করার সঙ্গে সঙ্গে তাদের সাংস্কৃতিক ও সামাজিক জ্ঞানের চর্চাও করানো হয় যাতে পড়াশোনার বাইরেও তাদের আধুনিক চিন্তাভাবনা, উদ্ভাবন, সহযোগিতা এবং নেতৃত্ব দেওয়ার যোগ্যতা গড়ে তুলতে পারে। স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রমের লক্ষ্য হল শিক্ষার্থীদের উচ্চ মানের ইংরেজি ভাষা ও অনুবাদ সংক্রান্ত দক্ষতা, স্বাধীনভাবে গবেষণা করার সামর্থ্য এবং মজবুত সাহিত্যিক ভিত্তি আন্তর্জাতিক মানে যোগ্য করে তোলা। বর্তমানে স্কুলটিতে স্নাতক শ্রেণীতে ৫৯৯ জন, স্নাতকোত্তর শ্রেণীতে ৩৮১ জন এবং পিএচই.ডি প্রার্থী ৮৭ জন শিক্ষাগ্রহণ করছে।

আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতার ক্ষেত্রেও গুরুত্ব দেয় স্কুলটি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ডসহ ৩০টিরও বেশি বিখ্যাত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক উন্নয়ন করে যাচ্ছে স্কুলটি। স্কুলটি’র সঙ্গে বর্তমানে যুক্তরাজ্যের ল্যানকাস্টার বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়ার এডিলেড বিশ্ববিদ্যালয়, কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয় এবং নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। এসব বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ছাত্র-বিনিময়, স্বল্পকালীন সফর এবং গ্রীষ্মকালীন ক্যাম্পসহ বিভিন্ন ধরনের সহযোগিতা ব্যবস্থা চালু রয়েছে। তাছাড়া, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ডিগ্রি কোর্সে ভর্তি হয়ে চীনা ছাত্রছাত্রীদের সঙ্গে পড়াশোনা করার ব্যবস্থাও আছে।

১৯৪৪ সাল থেকে ইংরেজি স্কুল প্রতিষ্ঠিত হওয়ার পর দেশের জন্য কূটনৈতিক, বাণিজ্যিক, ব্যাংকিং এবং সংবাদ মাধ্যম ক্ষেত্রে বহু দক্ষ মানবসম্পদ তৈরি করেছে। এ স্কুল থেকে শিক্ষাপ্রাপ্ত ছাত্রছাত্রীরা অধিকাংশই চীনের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগ, রাষ্ট্রায়ত্ত শিল্প-প্রতিষ্ঠান, আন্তর্জাতিক শিল্প-প্রতিষ্ঠান, সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা, সংস্কৃতি ও শিক্ষা সংস্থা, প্রকাশনা ও অনুবাদ প্রতিষ্ঠান এবং আইন ও হিসাবরক্ষণ প্রতিষ্ঠানে চাকরি পেয়েছে। তাছাড়া প্রতি বছরে শতকরা ৩০ ভাগ ছাত্রছাত্রী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়েসহ বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পায়। এ স্কুল থেকে শিক্ষাপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন লি চাও শিং (সাবেক পররাষ্ট্রমন্ত্রী), সুন জেন ইয়ু (বিশ্ব বাণিজ্য সংস্থায় চীনের সাবেক রাষ্ট্রদূত), জাং ইয়ে সুই (উপ-পররাষ্ট্রমন্ত্রী) , ফু ইং (সাবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী) , চিন লি ছুন(এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের মহাসচিব), জাং ছি ইউয়ে(নিউ ইয়র্কে চীনা কনসাল জেনারেল), ইয়াং লান(বিখ্যাত টিভি উপস্থাপিকা), শুই ক্য হুই(বিখ্যাত টিভি উপস্থাপিকা) এবং সুন নিং(পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান দোভাষী) প্রমুখ।

বর্তমানে এই স্কুলে মোট ৯৬ জন অনুষদ সদস্য আছেন, এর মধ্যে ৮৭ জন শিক্ষক। শিক্ষকবৃন্দের মধ্যে ২৭ জন অধ্যাপক ও ২৮ জন সহযোগী অধ্যাপক। অনুষদ সদস্যদের মধ্যে ৬৬ জন পিএচই.ডি ডিগ্রিধারী। এসব বৃত্তি-ধারী শিক্ষকদের শিক্ষাদান ও গবেষণা এবং কঠোর মান নিয়ন্ত্রণ দু’দিক থেকেই স্কুলটির জন্য সুনাম অর্জন করেছে এবং ইংরেজি শিক্ষার জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

ঠিকানা: ২নং দক্ষিণ শি সান হুয়ান সরণি, বেইজিং, চীন ১০০০৮৯

আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা কার্যালয়

কনফুসিয়াস ইনস্টিটিউট কার্যালয়

বিদেশী শিক্ষার্থী কার্যালয়

সাধারণ প্রশাসন কার্যালয়

Copyright@BFSU.Support by ITC