BEIJING FOREIGN

STUDIES UNIVERSITY

আন্তর্জাতিক সাংবাদিকতা এবং যোগাযোগ স্কুল আন্তর্জাতিক সাংবাদিকতা এবং যোগাযোগ স্কুল

发布时间:2019-05-09

আন্তর্জাতিক সাংবাদিকতা ও যোগাযোগ স্কুল(এসআইজেসি) ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। এ স্কুলে সাংবাদিকতার পাশাপাশি উদ্ভাবনশীল শিক্ষা পদ্ধতিতে বিদেশী ভাষার কোর্সগুলোও চালু হয়।

এসআইজেসি দ্বারা স্কুলের মূলমন্ত্রও প্রকাশ পায়, স্বনিয়ন্ত্রণ(Self-discipline), স্বাধীনতা(Independence), ন্যায়(Justice) এবং সহযোগিতা(Cooperation)।

ইংরেজি ও আন্তর্জাতিক বিষয় গবেষণা স্কুল থেকে স্বতন্ত বিভাগে পরিণত হয় এ স্কুলটি। এসআইজেসি তার ছাত্রছাত্রীদের শুধু সাংবাদিকতা ও ইংরেজি ভাষা নয়, দ্বিতীয় বিদেশী ভাষাসহ বহুমুখী দক্ষতা সাধন করতে যথেষ্ট সহায়তা করে। শিক্ষার্থীদের মানসিক, নৈতিক, সামাজিক ও শারীরিক দিক থেকে নিজেদের উন্নয়ন করতে উৎসাহ দেয় সিআইজেসি ।

বর্তমানে এ স্কুলে ১৩ জন পূর্ণকালীন শিক্ষক রয়েছেন। তাঁদের মধ্যে ১২ জন পিএচই.ডি ডিগ্রিধারী, ২ জন অধ্যাপক ও ২ জন সহযোগী অধ্যাপক। খণ্ডকালীন শিক্ষক হিসেবে দেশী-বিদেশী স্কলার বা সংবাদ মাধ্যম বিশেষজ্ঞ ও সাংবাদিকদের আমন্ত্রণ করা হয়। বর্তমানে একজন বিদেশি বিশেষজ্ঞ কৌশলগত যোগাযোগ বিষয়ে সহকারী অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।

বর্তমানে এসআইজেসি’তে আন্তর্জাতিক সাংবাদিকতা(international journalism) এবং কৌশলগত যোগাযোগ(strategic communication)বিষয়ে স্নাতক ডিগ্রি প্রদান করা হয়। আন্তর্জাতিক সাংবাদিকতা(international journalism) এবং বিশ্ব যোগাযোগ(global communication) বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। ২০১৬ সাল থেকে এখানে পিএচই.ডি শিক্ষা কার্যক্রমও চালু হবে। পিএইচ.ডি প্রোগ্রামের মধ্যে থাকবে মিশ্র-সাংস্কৃতিক যোগাযোগ(cross-cultural communication), অল-মিডিয়া আন্তর্জাতিক সাংবাদিকতা(all-media international journalism), কৌশলগত যোগাযোগ(strategic communication)এবং পাঠক, শ্রোতা ও দর্শকদের মাতৃভাষায় যোগাযোগ(Audience mother tongue communication)। বর্তমানে এসআইজেসি’তে স্নাতক শ্রেণীতে ২০০ জন এবং স্নাতকোত্তর শ্রেণীতে ৬০ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। 

স্নাতক পাঠ্যক্রমে তিন অংশের কোর্স চালু রয়েছে: ইংরেজি ভাষা, সাংবাদিকতা ও যোগাযোগ এবং জনসাধারণ কূটনীতি, সংস্কৃতি গবেষণা ও রাজনীতিসহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয়। স্নাতক ছাত্রছাত্রীদের ডিগ্রিপ্রাপ্ত হওয়ার আগে চীনের ইংরেজি দক্ষতা পরীক্ষা-TEM-8 (Test for English Major- Band 8)পাস করার পাশাপাশিগবেষণামূলক প্রবন্ধটিওইংরেজি ভাষায় করতে হয়।

সাংবাদিকতা ও যোগাযোগ কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা সংবাদ মাধ্যমের পরিচালনা, সাংবাদিকদের চিন্তাভাবনার পদ্ধতি এবং সংবাদ লেখা, সম্পাদনা করা এবং প্রচারের ফলিত দক্ষতা আয়ত্ত করতে পারে। অধিকাংশ কোর্স ইংরেজি ভাষা দিয়ে শেখানো হয়। এ প্রোগ্রামের ছাত্রছাত্রীদের ইংরেজি ভাষা ও সাহিত্য, আইন, আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি ও বাণিজ্য ব্যবস্থাপনা সংক্রান্ত কোর্সও নিতে হয়।

এসআইজেসি শিক্ষার্থীদের নিজস্ব অভিজ্ঞতার আলোকে শিখতে বেশি গুরুত্ব দেয়। শিক্ষার্থীদের ক্যাম্পাস সংবাদ মাধ্যমে কাজ করার জন্য উৎসাহ দেওয়া হয়, যেমন‘ফার্স্ট মুভার’(First Mover)-ইংরেজি পত্রিকা যা দেশী-বিদেশী সংবাদ প্রচার করে;‘১০৭ ইনভেস্টিগেশন’পত্রিকা যা চীনা ভাষায় সংবাদ প্রতিবেদন প্রকাশ করে;‘ওয়েন শিন’পত্রিকা যা চীনা ভাষায় সাহিত্য মহলের সংবাদ প্রচার করে। তাছাড়া এসআইজেসি’র শিক্ষার্থীরা জাতীয় সংবাদ মাধ্যম সিনহুয়া বার্তা সংস্থা, চায়না ডেইলি, চীন আন্তর্জাতিক বেতার, চায়না কেন্দ্রীয় টেলিভিশন, চীনের তথ্য মন্ত্রণালয় এবং অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শাখা কার্যালয়ে ইন্টার্ন করার সুযোগ পেয়ে থাকে। এখানকার শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ বাধ্যতামূলক।

এসআইজেসি’তে শিক্ষাদানের মান কঠোরভাবে নিয়ন্ত্রণ ও উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ার কারণে শিক্ষার্থীদের বিদেশী ভাষা ও পেশাগত দক্ষতার জন্য উপুক্ত এবং ভবিষ্যতে উচ্চতর শিক্ষাগ্রহণের পথ সুবিস্তৃত। সাম্প্রতিক বছরগুলোতে আগের চেয়ে বেশি ছাত্রছাত্রী দেশ-বিদেশের সুবিখ্যাত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সুযোগ পেয়েছে।

এখানকার শিক্ষাপ্রাপ্ত ছাত্রছাত্রীরা সাংবাদিক, সম্পাদক, অনুবাদক, শিক্ষক, গবেষক এবং জনসংযোগ বিভাগে চাকরি পেয়ে থাকে। শিক্ষার্থীদের অধিকাংশই নিম্নে উল্লেখিত ক্ষেত্রগুলোতে চাকরি পেয়েছে:

১. কেন্দ্রীয় সরকারি বিভাগে যেমন পররাষ্ট্র মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, জাতীয় খেলাধুলা সদর দপ্তর, জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় ইত্যাদি।

২. বিভিন্ন সংবাদ মাধ্যমে যেমন সিন হুয়া বার্তা সংস্থা, চায়না ডেইলি, চায়না কেন্দ্রীয় টেলিভিশন, পিপলস ডেইলি এবং অন্যান্য পত্রিকা, টেলিভিশন, বেতার ও অনলাইন সংবাদ মাধ্যম।

৩. বিদেশী প্রতিষ্ঠান যেমন এসোসিয়েটেড প্রেস, বার্টেলসম্যান এন্ড মার্স চীনা শাখা কার্যালয়সহ বিভিন্ন বিদেশী সংবাদ মাধ্যম।

সিআইজেসি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পারস্পরিক সহযোগিতা চালাচ্ছে এবং স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক সংস্থায় কাজ করার সুযোগ সৃষ্টি করছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, লিচেস্টার বিশ্ববিদ্যালয়(University of Leicester), কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়(University of Queensland), আয়ারল্যান্ড মেনথ জাতীয় বিশ্ববিদ্যালয়ের(National University of Ireland Maynooth) সঙ্গে এসআইজেসি’র স্নাতক শ্রেণীতে সহযোগিতা শিক্ষা কার্যক্রম আছে। স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য রয়েছে বোলটন ইন্টারন্যাশনাল মাল্টিমিডিয়া জার্নালিজম এম.এ শিক্ষা কার্যক্রম(BFSU-Bolton International Multimedia Journalism MA Program), যা চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে; আরও রয়েছে লানক্যাস্টার বিশ্ববিদ্যালয় ও অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের(Lancaster University and the University of Auckland) সঙ্গে সহযোগিতা শিক্ষা কার্যক্রম। ভিয়েনা ও সালজবার্গ বিশ্ববিদ্যালয়ের(Universities of Vienna and Salzburg) সঙ্গে এম.এ শিক্ষার্থী বিনিময় শিক্ষা কার্যক্রম আছে। তাছাড়া, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গ্রীষ্মকালীন স্কুল শিক্ষা কার্যক্রম আছে।

এখানকার শিক্ষার্থীরা শুধু যে যোগাযোগ ও সাংবাদিকতা সংক্রান্ত কাজের জন্য দক্ষ তা নয়, স্কুলটিতে বিদেশী ভাষাও শেখানো হয় বলে তারা চীনের আন্তর্জাতিক উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকেই অবদান রাখতে পারে।

ঠিকানা: ২নং দক্ষিণ শি সান হুয়ান সরণি, বেইজিং, চীন ১০০০৮৯

আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা কার্যালয়

কনফুসিয়াস ইনস্টিটিউট কার্যালয়

বিদেশী শিক্ষার্থী কার্যালয়

সাধারণ প্রশাসন কার্যালয়

Copyright@BFSU.Support by ITC