BEIJING FOREIGN

STUDIES UNIVERSITY

ফরাসি বিভাগ

发布时间:2019-05-09

১৯৫০ সালে প্রতিষ্ঠিত ফরাসি বিভাগ প্রথম দিকে বিএফএসইউ’র ফরাসি টিম ছিল। এখন তা চীনের জাতীয় পর্যায়ের একটি বিশেষ একাডেমিক বিষয় হিসেবে পরিচিতি লাভ করে। ফরাসি বিভাগে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচ.ডি শিক্ষা কার্যক্রম আছে। বিএফএসইউ’র ফরাসি বিভাগের ফরাসি ভাষায়MTI (Master of Translation and Interpreting)প্রদান করার অনুমোদন রয়েছে।

ফরাসি বিভাগ ১৯৮০ সাল থেকেAppendre Le Francaisনামক একটি জার্নাল প্রকাশ করতে শুরু করে। এই জার্নালটি চীনের প্রথম ফরাসি ভাষা শিক্ষার জার্নাল। চীনের একটি সুদীর্ঘকালীন ফরাসি ভাষার একাডেমিক জার্নাল হিসেবেও এটি বিশ্বব্যাপী খ্যাতি পেয়েছে। তা ছাড়া এই বিভাগে কয়েকটি গবেষণা কেন্দ্রও আছে, যেমন রিসার্চ সেন্টার ফর ফ্রান্কোফোন কান্ট্রিস এন্ড রিজিওন্স, দ্য সুইস স্টাডিস সেন্টার, দ্য সেন্টার ফর বেলজিয়ান ফ্রেঞ্চ স্টাডিস এবং দ্য কুয়েবেক স্টাডিস সেন্টার। ২০১৫ সাল থেকে ফরাসি বিভাগCultures francophonesনামক একটি নতুন জার্নাল প্রকাশ করতে শুরু করেছে।

ফরাসি বিভাগে মোট ২৪ জন পূর্ণকালীন শিক্ষক আছেন। এর মধ্যে ৫ জন অধ্যাপক, ৮ জন সহযোগী অধ্যাপক এবং ১১ জন প্রভাষক। তাদের মধ্যে ১৫ জনের পিএইচ.ডি ডিগ্রি আছে। তারা মূলত ভাষাবিজ্ঞান, সাহিত্য, অনুবাদ ও আঞ্চলিক গবেষণা এই ৪টি ক্ষেত্রে বিশেষজ্ঞ। তাছাড়া প্রতিবছর ফ্রান্স থেকে ২ জন বিশেষজ্ঞ এবং বেলজিয়ামের ফরাসি কমিউনিটি থেকে ১ জন বিশেষজ্ঞকে নিয়োগ দেওয়া হয়।

ফরাসি বিভাগ ছাত্রছাত্রীদের উচ্চমানের শিক্ষাদান রীতির ঐতিহ্য কয়েক দশক ধরে বজায় রেখে আসছে। এই বিভাগটি ছাত্রছাত্রীদের ভাষা শেখা ও সংস্কৃতি জানার জন্য উদ্বুদ্ধ করতে ফরাসি ভাষা দিয়ে পড়া, লেখা, বলা ও অনুবাদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি নিরলসভাবে পাঠ্যক্রমের উন্নতি সাধন করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এই স্কুলের স্নাতক শ্রেণীর ছাত্রছাত্রীরা ন্যাশনাল ফ্রেঞ্চ প্রফিশিয়েন্সি টেস্ট-TFS4(Test national du français enseigné à titre de spécialité, Niveau IV)এবংTFS-8 (Niveau VIII)তে খুব ভাল ফলাফল অর্জন করে থাকে। তারা প্রতি বছরই জাতীয় পর্যায়ের ফরাসি ভাষা প্রতিযোগিতায় পুরস্কার পেয়ে থাকে।

ফরাসি বিভাগে শিক্ষা কার্যক্রমের উদ্দেশ্য শুধু যে ফরাসি ভাষা শেখানো তা নয়, একইসাথে বিশ্বের আরও যেসব অঞ্চলে ফরাসি ভাষা ব্যবহৃত হয় সে সংক্রান্ত জ্ঞানও আয়ত্ত করানো হয়। এ দুই ক্ষেত্রের জ্ঞান শিক্ষার্থীদের একাডেমিক গবেষণা সংক্রান্ত মৌলিক সামর্থ্য অর্জন করতে সাহায্য করে যা শিক্ষাপ্রাপ্ত হওয়ার পর বাণিজ্য, সংস্কৃতি, সংবাদ মাধ্যম ও প্রকাশনা, শিক্ষা এবং পর্যটন ক্ষেত্রে চাকরি পাওয়ার জন্য সহায়ক।

ফরাসি বিভাগ ১৭টি বিদেশী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করেছে। এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে প্যারিস ইন্সটিটিউট অব পলিটিকাল স্টাডিস, ইউনিভার্সিটি অব প্যারিস (তৃতীয়), ইউনিভার্সিটি অব প্যারিস (চতুর্থ), ইউনিভার্সিটি অব মন্ট্রিয়ল(কুইবেক), ইউনিভার্সিটি অব লাভাল, ফ্রি ইউনিভার্সিটি অব ব্রাসেলস এবং ইউনিভার্সিটি অব জেনেভা ইত্যাদি। প্রতি বছরে ৩০ থেকে ৪০ জন স্নাতক ও স্নাতকোত্তর ছাত্রছাত্রী এসব বিশ্ববিদ্যালয়ে আয়োজিত স্বল্পকালীন বিনিময় প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে।

ফরাসি বিভাগ থেকে শিক্ষাপ্রাপ্ত ছাত্রছাত্রীরা তাদের ভাষা দক্ষতা ও মেধার সামগ্রিক মানের কারণে সমাজে সুনাম অর্জন করেছে। শিক্ষার্থীদের অধিকাংশই সরকারি মন্ত্রণালয়, সংবাদ মাধ্যম, কলেজ ও বিশ্ববিদ্যালয়, গবেষণামূলক ইন্সটিটিউশন, প্রাদেশিক সরকার এবং বড় আকারের রাষ্ট্রায়ত্ত ও ব্যক্তিগত কম্পানিতে চাকরি পেয়ে থাকে।

ঠিকানা: ২নং দক্ষিণ শি সান হুয়ান সরণি, বেইজিং, চীন ১০০০৮৯

আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা কার্যালয়

কনফুসিয়াস ইনস্টিটিউট কার্যালয়

বিদেশী শিক্ষার্থী কার্যালয়

সাধারণ প্রশাসন কার্যালয়

Copyright@BFSU.Support by ITC