২৯ জুন বেইজিং ফরেন স্টাডিস ইউনিভার্সিটির ২০২২ ব্যাচের শিক্ষার্থীদের জন্য স্নাতক অনুষ্ঠান অর্থাৎ ডিগ্রি প্রদান অনুষ্ঠান অনলাইনে মর্যাদার সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিভার্সিটির একাডেমিক ডিগ্রী কমিটির অনুমতিতে মোটে ২২৭৯জন ব্যাচেলর ডিগ্রী পেয়েছে, ১২০১জন মাস্টার্স ডিগ্রী গ্রহণ করেছে এবং ৮৫জন পিএইচডি ডিগ্রী অর্জন করেছে। বেইজিং ফরেন স্টাডিস ইউনিভার্সিটির ১৯৬৫ ব্যাচের এলামনাই ও চায়না সং ছিং লিং ফাউন্ডেশনের সাবেক ভাইস চেয়ারম্যান থাং ওয়েন সেং, বেইজিং ফরেন স্টাডিস ইউনিভার্সিটির চীনের কমিউনিস্ট পার্টির সচিব ওয়াং তিং হুয়া, বেইজিং ফরেন স্টাডিস ইউনিভার্সিটির চীনের কমিউনিস্ট পার্টির উপসচিব ও বেইজিং ফরেন স্টাডিস ইউনিভার্সিটির প্রধান শিক্ষক ইয়াং তান প্রভৃতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।