BEIJING FOREIGN

STUDIES UNIVERSITY

দশম এশিয়া-প্যাসিফিক ট্রান্সলেশন অ্যান্ড ইন্টারপ্রেটিং ফোরাম বেইজিং ফরেন স্টাডিস ইউনিভার্সিটিতে উদ্বোধন করা হয়েছে

发布时间:2022-07-12

২৫ জুন ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ট্রান্সলেটর এবং ট্রান্সলেটর অ্যাসোসিয়েশন অফ চায়না-র উদ্যোগে বেইজিং ফরেন স্টাডিস ইউনিভার্সিটির হোস্টে অনুষ্ঠিত দশম এশিয়া-প্যাসিফিক ট্রান্সলেশন অ্যান্ড ইন্টারপ্রেটিং ফোরাম উদ্বোধন করা হয়েছে।



চীন অনুবাদক সমিতির সভাপতি ও চীনের আন্তর্জাতিক যোগাযোগের গ্রুপের পরিচালক তু চান ইউয়ান, বেইজিং ফরেন স্টাডিজ বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের চীনের কমিউনিস্ট পার্টির উপসচিব ইয়াং তান, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ ট্রান্সলেটর-এর প্রেসিডেন্ট অ্যালিসন রদ্রিগেজAlison Rodriguezএবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি স্কুলস অফ ট্রান্সলেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন-এর সভাপতি বার্ট ডিফ্রাঙ্কBart Defrancqউদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দিয়েছেন। এই ফোরামের বিষয় হলো ‘অনুবাদ জগতের সহযোগিতাঃ নতুন যুগ, নতুন পরিবর্তন, নতুন মডেল’। বিশ্বের ৩৫টি দেশ এবং অঞ্চল থেকে প্রায় ৩০০জন অনুবাদ ক্ষেত্রের প্রতিনিধি অনলাইনে বা সাইটে ফোরামে অংশগ্রহণ করেছেন।


ঠিকানা: ২নং দক্ষিণ শি সান হুয়ান সরণি, বেইজিং, চীন ১০০০৮৯

আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা কার্যালয়

কনফুসিয়াস ইনস্টিটিউট কার্যালয়

বিদেশী শিক্ষার্থী কার্যালয়

সাধারণ প্রশাসন কার্যালয়

Copyright@BFSU.Support by ITC