BEIJING FOREIGN

STUDIES UNIVERSITY

বেইজিং ফরেন স্টাডিস ইউনিভার্সিটির উদ্যোগে ২০২২ সালের চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়ন ফোরাম অনুষ্ঠিত হয়েছে

发布时间:2022-06-15

২৭-২৮ মে বেইজিং ফরেন স্টাডিস ইউনিভার্সিটির উদ্যোগে ২০২২ সালের চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়ন ফোরাম অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। এই ফোরামের বিষয় হলো ‘আঞ্চলিক অর্থনৈতিক একীকরণের পটভূমিতে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা’। বেইজিং ফরেন স্টাডিস ইউনিভার্সিটির প্রধান শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কমিউনিস্ট পার্টির উপসচিব ইয়াং তান এই ফোরামে উপস্থিত ছিলেন। বেইজিং ফরেন স্টাডিস ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ইন্টারন্যাশনাল বিজনেস এন্ড ইকোনমিক্স, শান তং ইউনিভার্সিটি, ফু তান ইউনিভার্সিটি, নান খাই ইউনিভার্সিটি, উত্তর-পূর্ব এশিয়ার অর্থনৈতিক গবেষণা ইনস্টিটিউট, জাপানের কিয়োটো ইউনিভার্সিটি, দক্ষিণ কোরিয়ার চং নান ন্যাশনাল ইউনিভার্সিটি-সহ দেশে বিদেশে ১০টিরও বেশি বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউটের ৬০জনেরও বেশি বিশেষজ্ঞ ফোরামে উপস্থিত ছিলেন।


এই সম্মেলনের পাঁচটি গোলটেবিল ফোরামের বিষয়গুলো হলোঃ ‘দুর্যোগ প্রতিরোধ ও নিরাপত্তার বিষয়ে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক সহযোগিতা’, ‘চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক পারস্পরিক আস্থা ও সহযোগিতা’, ‘চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার আঞ্চলিক অর্থনৈতিক একীকরণ’, ‘চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার ভ্যালু চেইনের উন্নতি এবং পুনর্গঠন’ এবং ‘গ্রেট পাওয়ার প্রতিযোগিতার পটভূমিতে উত্তর-পূর্ব এশিয়ায় সহযোগিতা’। চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া থেকে আসা বিশেষজ্ঞরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে গবেষণার ফলাফল শেয়ার করেছেন এবং গভীরভাবে আলোচনা করেছেন।


ঠিকানা: ২নং দক্ষিণ শি সান হুয়ান সরণি, বেইজিং, চীন ১০০০৮৯

আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা কার্যালয়

কনফুসিয়াস ইনস্টিটিউট কার্যালয়

বিদেশী শিক্ষার্থী কার্যালয়

সাধারণ প্রশাসন কার্যালয়

Copyright@BFSU.Support by ITC