BEIJING FOREIGN

STUDIES UNIVERSITY

চীনের ন্যাশনাল সোশ্যাল সায়েন্স ফাউন্ডেশন কর্তৃক বিএফএসইউ-এর ৫টি প্রধান প্রকল্প অনুমোদিত

发布时间:2022-01-03

      সম্প্রতি চীনের ন্যাশনাল সোশ্যাল সায়েন্স ফাউন্ডেশনের প্রধান প্রকল্প-২০২১ জারী হয়েছে। বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির (বিএফএসইউ) ৪টি প্রধান প্রকল্প অনুমোদিত হয়েছে। যা সারা দেশে ২১তম স্থানে রয়েছে। এর পাশাপাশি ন্যাশনাল ফিলোসফি সোশ্যাল সায়েন্স প্ল্যানিং লিডিং গ্রুপের অনুমোদনে বিএফএসইউ-র নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সিপিসি কমিটির সভাপতি অধ্যাপক ওয়াং তিং হুয়া প্রধান বিশেষজ্ঞ হিসেবে “বিশ্ববিদ্যালয়ের বিদেশী ভাষার মেজারের ‘সমসাময়িক চীনকে বোঝা’ বহুভাষিক সিরিজের পাঠ্যপুস্তকের সংকলন এবং গবেষণা” প্রকল্পটি চীনের ন্যাশনাল সোশ্যাল সায়েন্স ফাউন্ডেশনের প্রধান অর্পিত প্রকল্প-২০২১ হিসেবে অনুমোদিত হয়েছে।

এর পূর্বে বিএফএসইউ-র ১৬টি চীনের ন্যাশনাল সোশ্যাল সায়েন্স ফাউন্ডেশনের প্রকল্প-২০২১, ৫টি চীনের ন্যাশনাল ন্যাচারাল সায়েন্স ফাউন্ডেশনের প্রকল্প, ১০টি শিক্ষা মন্ত্রণালয় মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণার সাধারণ প্রকল্প এবং ৫টি বেইজিং সোশ্যাল সায়েন্স ফাউন্ডেশনের প্রকল্প অনুমোদিত হয়েছে। প্রকল্পগুলোতে ভাষাবিজ্ঞান, সাহিত্য, সাংবাদিকতা ও যোগাযোগ, ব্যবস্থাপনা, আন্তর্জাতিক স্টাডিজসহ বিভিন্ন বিষয় অন্তর্ভূক্ত হয়।ঠিকানা: ২নং দক্ষিণ শি সান হুয়ান সরণি, বেইজিং, চীন ১০০০৮৯

আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা কার্যালয়

কনফুসিয়াস ইনস্টিটিউট কার্যালয়

বিদেশী শিক্ষার্থী কার্যালয়

সাধারণ প্রশাসন কার্যালয়

Copyright@BFSU.Support by ITC