৯ ডিসেম্বর ‘বিএফএসইউ কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা ও বিদেশী অংশগ্রহণকারীর ফোরাম-২০২১’ অনলাইন এবং অফলাইনে অনুষ্ঠিত হয়েছে। ‘মহামারী পরবর্তী যুগে আন্তর্জাতিক চীনা ভাষা শিক্ষা’ ফোরামটির বিষয় ছিল। যার মূল ছিল মহামারী পরবর্তী যুগে আন্তর্জাতিক চীনা ভাষা শিক্ষা মুখোমুখি যে সমস্যা সমাধান, চ্যালেঞ্চগুলোকে সুযোগে পরিবর্তন এবং আন্তর্জাতিক চীনা ভাষা শিক্ষা উচ্চ গুণে উন্নয়ন।

বিএফএসইউ-র সিপিসি কমিটির সভাপতি ওয়াং তিং হুয়া, বিশ্ববিদ্যালয়ের সিপিসি কমিটির উপসভাপতি, বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইয়াং তান, হানকুক ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ-এর সভাপতি কিম ইন-চিওল, মস্কো রাজ্য ভাষাতাত্ত্বিক বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইরিনা ক্রেভা প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। বিভিন্ন কনফুসিয়াস ইনস্টিটিউটের প্রতিনিধিরা ‘অনলাইন অনুষ্ঠানের আয়োজন’ ও ‘অনলাইন এবং অফলাইন একসঙ্গে শিক্ষা’ বিষয়গুলোকে কেন্দ্র করে আলোচনা করেছিলেন। বিএফএসইউ কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা ও বিদেশী পরিচালক ও প্রধান, সাবেক চীনা প্রধানদের প্রতিনিধিসহ প্রায় একশত জন অনুষ্ঠানে যোগদান করেছিলো।