BEIJING FOREIGN

STUDIES UNIVERSITY

বেইজিং ফরেন স্টাডিস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুন ইউ চং-কে চীনের অনুবাদক সমিতির অষ্টম কাউন্সিলের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন

发布时间:2022-04-15

এপ্রিল চীনের অনুবাদক সমিতির অষ্টম প্রতিনিধি সম্মেলন বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী লয়ু ইয়েন সোং, চীনের আন্তর্জাতিক যোগাযোগের গ্রুপের পরিচালক তু চান ইউয়ান, চীনের অনুবাদক সমিতির সপ্তম পরিষদের সভাপতি চৌ মিং উয়ে এবং আন্তর্জাতিক অনুবাদক ইউনিয়নের প্রেসিডেন্ট কেভিন কোয়ার্ক প্রভৃতি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছেনসম্মেলনে পরিষদের নতুন কাউন্সিল এবং সমিতির নেতৃস্থানীয় গ্রুপ নির্বাচন করা হয়েছে। তু চান ইউয়ান-কে পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে। বেইজিং ফরেন স্টাডিজ বিশ্ববিদ্যালয়ের কমিউনিস্ট পার্টির স্থায়ী কমিটির সদস্য এবং উপাচার্য সুন ইউ চং-কে নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে। বেইজিং ফরেন স্টাডিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াং কে ফেই এবং অধ্যাপক রেন ওয়েন-কে নির্বাহী পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছে।

সম্মেলনে অনুবাদ সংস্কৃতি আজীবন সম্মাননা পুরস্কার’, ‘অভিজ্ঞ অনুবাদক এবংচীনে বিদেশী অনুবাদকপ্রদান করা হয়েছে। বেইজিং ফরেন স্টাডিজ বিশ্ববিদ্যালয়ের ওয়াং চুন (ইতালিয়ান ভাষা), ওয়াং রুও চিন (ইংরেজি ভাষা), লি ইং নান (রাশিয়ান ভাষা), চাং চাই লিয়াং (ইংরেজি ভাষা), চাং ফাং (ফরাসি ভাষা), হু ওয়েন চং (ইংরেজি ভাষা) এবং হান রুয়ে সিয়াং (জার্মান ভাষা) এই ৭জন আধ্যাপক অভিজ্ঞ অনুবাদকখেতাব গ্রহণ করেছেন। বেইজিং ফরেন স্টাডিজ বিশ্ববিদ্যালয় অসামান্য সদস্য সংগঠনখেতাব অর্জন করেছেস্কুল অফ উন্নত অনুবাদ করোনা ভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য অসামান্য সংগঠনখেতাব গ্রহণ করেছে।


ঠিকানা: ২নং দক্ষিণ শি সান হুয়ান সরণি, বেইজিং, চীন ১০০০৮৯

আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা কার্যালয়

কনফুসিয়াস ইনস্টিটিউট কার্যালয়

বিদেশী শিক্ষার্থী কার্যালয়

সাধারণ প্রশাসন কার্যালয়

Copyright@BFSU.Support by ITC