BEIJING FOREIGN

STUDIES UNIVERSITY

দ্বিতীয় বেইজিং ফরেন স্টাডিজ বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক শিক্ষা ও আন্তর্জাতিক শিক্ষা ফোরামের উদ্বোধন

发布时间:2021-11-08


২৩ই অক্টোবর মাসে, সিএসই-এর আন্তর্জাতিক শিক্ষা শাখার বার্ষিক একাডেমিক সম্মেলন-২০২১ এবং দ্বিতীয় বেইজিং ফরেন স্টাডিজ বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক শিক্ষা ও আন্তর্জাতিক শিক্ষা ফোরামের উদ্বোধন করা হয়েছে।

চীনের জাতীয় ইউনেস্কো কমিশনের মহাসচিব ছিন ঝাংওয়েই, সিএসই-এর আন্তর্জাতিক শিক্ষা শাখা ও বিশ্ববিদ্যালয়ের সিপিসির সভাপতি ওয়াং তিং হুয়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন।

ওয়াং তিং হুয়া বৈশ্বিক শিক্ষা প্রশাসনে চীনের অংশগ্রহণের ক্ষমতা শক্তিশালী করা বিষয়ভিত্তিক বক্তব্য দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, বৈশ্বিক শিক্ষা প্রশাসনে চীনের অংশগ্রহণের ক্ষমতা শক্তিশালী করার উদ্দেশ্যে বৈশ্বিক শিক্ষা প্রশাসনের জন্য প্রতিভা প্রশিক্ষণ, বৈশ্বিক শিক্ষা প্রশাসন সম্পর্কিত গবেষণা, বিশ্বে চীনের গল্প তুলে ধরার ক্ষমতা বাড়ানো, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠ বিনিময় এবং সহযোগিতা করা এবং একটি বিশ্বব্যাপী শিক্ষা প্রশাসন প্ল্যাটফর্ম তৈরি করা এই ৫টি বিষয়ে গুরুত্ব দিতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে শিক্ষাগত উদ্ভাবনী ওয়েনহুই পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত। মালদ্বীপ জাতীয় শিক্ষা ইনস্টিটিউটের মহামারীকালীন সময়ে নন-স্টপ স্কুলঃ জাতীয় টিভি চ্যানেল ভিডিও কোর্স প্রকল্প এবং  নেপাল রিসোর্স হিমালয় ফাউন্ডেশনের বিজ্ঞান শিক্ষাকে শক্তিশালী করা এবং করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই প্রকল্প পুরস্কার পেয়েছে।

ঠিকানা: ২নং দক্ষিণ শি সান হুয়ান সরণি, বেইজিং, চীন ১০০০৮৯

আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা কার্যালয়

কনফুসিয়াস ইনস্টিটিউট কার্যালয়

বিদেশী শিক্ষার্থী কার্যালয়

সাধারণ প্রশাসন কার্যালয়

Copyright@BFSU.Support by ITC