BEIJING FOREIGN

STUDIES UNIVERSITY

প্রাক্তন শিক্ষার্থী

发布时间:2019-05-09

প্রতিষ্ঠিত ৭৪ বছরের মধ্যে বিএফএসইউ থেকে ৯০ হাজারেরও বেশী শিক্ষার্থী শিক্ষাপ্রাপ্ত হয়েছে। বিদেশী ভাষার দক্ষতা নিয়ে তারা চীনের কূটনৈতিক, সামরিক, আইনগত, অর্থনৈতিক, বাণিজ্যিক, সংবাদ মাধ্যম ও শিক্ষাগত প্রতিষ্ঠানে সক্রিয়ভাবে কাজ করছেন। প্রাক্তন শিক্ষার্থী কার্যালয় বিএফএসইউ ও দেশবিদেশের প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রক্ষা, সর্বশেষ তথ্য জানানো এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহন করার ক্ষেত্রে কাজ করছে।

এপ্রিল ২০০৬

বিএফএসইউ প্রাক্তন ছাত্র সংগঠনের শিয়া মেন শাখা প্রতিষ্ঠিত হয়।

এপ্রিল ২০০৭

বিএফএসইউ প্রাক্তন ছাত্র সংগঠনের ম্যাকাও শাখা প্রতিষ্ঠিত হয়।

মে ২০০৭

বিএফএসইউ প্রাক্তন ছাত্র সংগঠনের শাং হাই শাখা প্রতিষ্ঠিত হয়।

জুন ২০০৮

বিএফএসইউ প্রাক্তন ছাত্র সংগঠনের ইয়ুন নান শাখা প্রতিষ্ঠিত হয়।

ডিসেম্বর ২০১২

বিএফএসইউ প্রাক্তন ছাত্র সংগঠনের পেইচিং সিবিডি শাখা প্রতিষ্ঠিত হয়।

ডিসেম্বর ২০১৩

বিএফএসইউ প্রাক্তন ছাত্র সংগঠন আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

জানুয়ারি ২০১৪

বিএফএসইউ প্রাক্তন ছাত্র সংগঠনের ফ্রান্সের শাখা প্রতিষ্ঠিত হয়।

ডিসেম্বর ২০১৪

বিএফএসইউ প্রাক্তন ছাত্র সংগঠনের কুয়াং তুং শাখা প্রতিষ্ঠিত হয়।

এপ্রিল ২০১৫

বিএফএসইউ প্রাক্তন ছাত্র সংগঠনের হংকং শাখা প্রতিষ্ঠিত হয়।

মে ২০১৫

বিএফএসইউ প্রাক্তন ছাত্র সংগঠনের উত্তর আমেরিকা শাখা প্রতিষ্ঠিত হয়।

২০১৫

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রনালয়, সিনহুয়া বার্তা সংস্থা, চায়না সেন্ট্রাল টেলিভিশন, চায়না ডেইলি, চীন আন্তর্জাতিক বেতারসহ বিভিন্ন সংস্থায় বিএফএসইউ প্রাক্তন ছাত্র সংগঠনের যোগাযোগ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়।

বলা যায় ‘পৃথিবীর যেখানে চীনের জাতীয় পতাকা উড়ছে সেখানে বিএফএসইউ’র প্রাক্তন শিক্ষার্থী রয়েছে’। আমাদের প্রত্যাশা প্রাক্তন শিক্ষার্থীদের সবাই বিএফএসইউ প্রাক্তন ছাত্র সংগঠনের উন্নয়নে নিজস্ব অবদান রাখতে পারে। আমরা আশা করি ভবিষ্যতে বিএসএফইউ’র প্রাক্তন শিক্ষার্থী পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন সেখানেই যেন তারা নিজেদের ঘরে থাকার মতোই বিএসএফইউ’র ভালবাসা উপলব্ধি করতে পারে। তুমি যেখানেই থাকো বিএফএসইউ আছে তোমার সঙ্গেই।

প্রাক্তন ছাত্র কার্যালয়:http://xyh.bfsu.edu.cn/

ঠিকানা: ২নং দক্ষিণ শি সান হুয়ান সরণি, বেইজিং, চীন ১০০০৮৯

আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা কার্যালয়

কনফুসিয়াস ইনস্টিটিউট কার্যালয়

বিদেশী শিক্ষার্থী কার্যালয়

সাধারণ প্রশাসন কার্যালয়

Copyright@BFSU.Support by ITC