প্রচ্ছেদ > সংবাদ > Content

চীনে ফিনল্যান্ডের রাষ্ট্রদূত মিক্কো কিন্নুনেনের বিএফএসইউ সফর

Updated: 2025-12-18

১০ ডিসেম্বর চীনে ফিনল্যান্ডের রাষ্ট্রদূত মিক্কো কিন্নুনেন বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটি (বিএফএসইউ) সফর করেন। বিএফএসইউ’র সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সিপিসি কমিটির সহ-সচিব চিয়া ওয়েন চিয়ান মিক্কোর সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় পক্ষ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন যেমন সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং একাডেমিক যোগাযোগ ও সহযোগিতা জোরদার করা।