৫ ডিসেম্বর চীনের শিক্ষা মন্ত্রণালয় এবং ফ্সান্সের উচ্চশিক্ষা, গবেষণা ও স্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে চীনের সিচুয়ান প্রদেশের ছেংদু-য়ে দ্বিতীয় চীন-ফ্রান্স শিক্ষা উন্নয়ন ফোরাম অনুষ্ঠিত হয়। বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটি’র (বিএফএসইউ) সিপিসি কমিটির সচিব লি হাই ফোরামটিতে উপস্থিত এবং “টেকসই উন্নয়নের এগিয়ে নিতে ভবিষ্যৎমুখী প্রতিভা প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তোলা” শির্ষক একটি মূল বক্তব্য প্রদান করেন।
