৩ ডিসেম্বর সাউথ আফ্রিকার শারীরিক শিক্ষা, শীল্প ও সংস্কৃতি মন্ত্রী গায়তন মাইকেনজি একটি প্রতিনিধিদলসহ বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটি (বিএফএসইউ) সফর করেন। বিএফএসইউ’র সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সিপিসি কমিটির সহ-সচিব চিয়া ওয়েন চিয়ান এবং সিপিসি কমিটির স্থায়ী সদস্য ও বিশ্ববিদ্যালয়ের উপ-সভাপতি লিউ সিন লু প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় পক্ষ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন যেমন পারস্পরিক বিনিময়, যৌথ গবেষণা, ধ্রুপদি গ্রন্থ অনুবাদ ও শীল্প সহযোগিতা ইত্যাদি।
