প্রচ্ছেদ > সংবাদ > Content

লি হাই বিএফএসইউ’র পার্টি সেক্রেটারি নিযুক্ত

Updated: 2025-11-30

১৯ নভেম্বর, শিক্ষা মন্ত্রণালয়ের পার্টি লিডারশিপ গ্রুপ বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটি (বিএফএসইউ) তে প্রাসঙ্গিক নিয়োগ এবং অপসারণের সিদ্ধান্ত ঘোষণা করে। লি হাইকে বিএফএসইউ’র পার্টি কমিটির সেক্রেটারি নিযুক্ত করা হয় এবং ওয়াং ডিংহুয়া আর বিএফএসইউ’র পার্টি কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেননি। পার্টি লিডারশিপ গ্রুপের সদস্য, উপমন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান পরিদর্শক ওয়াং জিয়াই সভায় উপস্থিত ছিলেন এবং বক্তৃতা দেন। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মী বিভাগের উপ-পরিচালক জি ইউয়ানজি এবং বেইজিং পৌর শিক্ষা কর্মপরিচালক কমিটির উপ-সচিব ইউ চেংওয়েনও সভায় উপস্থিত ছিলেন। পার্টি কমিটির উপ-সচিব এবং বিএফএসইউ’র সভাপতি জিয়া ওয়েনজিয়ানের সভাপতিত্বে এই সভায় সভাপতিত্ব করেন।