প্রচ্ছেদ > সংবাদ > Content

বিএফএসইউ’র সভাপতি চীন-এসসিও ডক্টরেট প্রশিক্ষণ উদ্ভাবন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত

Updated: 2025-09-22

৫ থেকে ৬ সেপ্টেম্বর বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির (বিএফএসইউ) সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সিপিসি কমিটির উপ-সভাপতি জিয়া ওয়েন জিয়ান হার্বিনে চীন-এসসিও ডক্টরেট প্রশিক্ষণ উদ্ভাবন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। চীনের শিক্ষা মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী উ ইয়ান, হে লং জিয়াং প্রদেশের উপ-সভাপতি সুই হং বো, বেলারুশিয়ান জাতীয় কারিগরি বিশ্ববিদ্যালয়ের সভাপতি সের্গেই ভ্যাসিলিভিচ খ্যারিটনচিক-সহ দেশি-বিদেশি প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। সভাপতি জিয়া চীনের বিশ্ববিদ্যালয়ের একমাত্র প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে বক্তৃতা দেন। বিএফএসইউ’র সিপিসি কমিটির স্থায়ী সদস্য ও বিশ্ববিদ্যালয়ের উপ-সভাপতি লিউ সিন লু প্লাইটফর্মটা উন্মোচন করেন।