প্রচ্ছেদ > সংবাদ > Content

বিএফএসইউ’র ২০২৫ ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত

Updated: 2025-09-22

২০২৫ সালের ১ সেপ্টেম্বর বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির (বিএফএসইউ) ২০২৫ ব্যাচের উদ্বোধিনী আয়োজিত হয়। ৯০টি দেশ ও সারা চীন থেকে ৩৯১৭ জন নতুন শিক্ষার্থী বিএফএসইউ-তে ভর্তি হয়।

বিএফএসইউ’র সিপিসি কমিটির সভপতি ওয়াং দিং হুয়া, বিশ্ববিদ্যালয়ের সভাপতি জিয়া ওয়েন জিয়ান, বিশ্ববিদ্যালয়ের সিপিসি কমিটির উপ-সভাপতি জিয়া দে জ্যুং ও সু দা ভেং, বিশ্ববিদ্যালয়ের উপ-সভপতি দিং হাও ও জ্যাও গাং, চীন নিযুক্ত জর্জিয়ার রাষ্ট্রদূত পাটা কালান্দাদজে এবং বিএফএসইউ’র আন্তর্জাতিক ব্যবসা স্কুলের ২০১৩ ব্যাচের আলুমনি, স্বেচ্ছাসেবক ভ্রমণ প্ল্যাটফর্ম “ওয়ার্ল্ড ওয়িথাউত বর্ডারস”-এর প্রতিষ্ঠাতা ওয়াং ইউ হাও অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন।

সভাপতি জিয়া ২০২৫ ব্যাচের নতুন শিক্ষার্থীদের স্বাগতম জানান এবং শিক্ষার্থীদের প্রতি আশা নেন।

রাষ্ট্রদূত পাটা কালান্দাদজে, আলুমনি, শিক্ষকবৃন্দ, বিএ শিক্ষার্থী, পোস্ট গ্র্যাডিউয়েট শিক্ষার্থী ও বিদেশি শিক্ষার্থীদের প্রতিনিধি বক্তৃতা দেন।

সভাপতি ওয়াং নতুন শিক্ষার্থীর প্রতিনিধিদের স্কুলের ব্যাজ পরান এবং শিক্ষার্থীর আইডি কার্ড প্রদান করেন।

পরে নতুন শিক্ষার্থীর প্রতিনিধিরা উপস্থিত শিক্ষকবৃন্দকে ফুল দেন এবং তাঁদের নেতৃতে শিক্ষার্থীবৃন্দ ভর্তির শপথ পাঠ করে। উদ্বোধনী অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গীতে শেষ হয়।