২৬শে জুলাই,স্পেনের কাতালোনিয়ার আঞ্চলিক সরকারের সভাপতি সালভাদোর ইলা একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটি (বিএফএসইউ) সফর করেন। বিএফএসইউ-র সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সিপিসি কমিটির উপ সভাপতি জিয়া ওয়েন জিয়ান প্রতিনিধিদলের সাথে সাক্ষাৎ করেন। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের অষ্টম ব্যুরোর পরিচালক ওয়াং জুয়েয়ং এবং চীনে নিযুক্ত স্প্যানিশ রাষ্ট্রদূত মার্তা বেতানজোসও বৈঠকে উপস্থিত ছিলেন। উভয় পক্ষ চীন-স্পেন সম্পর্ক, প্রতিভা উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং ভাষা সহযোগিতা সহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
