২২ জুন থেকে ১ জুলাই বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটি (বিএফএসইউ) র সভাপতি ও সিপিসি কমিটির উপ-সভাপতি জিয়া ওয়েন জিয়ান দল নিয়ে রুয়ান্ডা, উগান্ডা, কেনিয়া সফর করেন। সফরের মধ্যে তিনি ইউনিভার্সিটি অফ রুয়ান্ডা, মেকেরের ইউনিভার্সিটি, লুয়াংজি পলিটেকনিক, উগান্ডা ডেভেলপমেন্ট অবজারভেটরি, কেনিয়াটা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ নাইরোবি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট ও থিঙ্কথ্যাঙ্কের সঙ্গে বিনিময় ও সহযোগিতার বিষয় আলোচনা করেন, রুয়ান্ডায় চীনের দূতাবাস, উগান্ডায় চীনা দূতাবাস ও কেনিয়ার চীনের দূতাবাসে পরিদর্শন করেন, রুয়ান্ডায় নিযুক্ত সিনহুয়া সংবাদ সংস্থার প্রধান প্রতিবেদকের সঙ্গে আলোচনা করেন, চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং (রুয়ান্ডা) ব্যবস্থাপনা বিভাগ, চায়না মেডিকেল এইড রুয়ান্ডা টিম, সিডা টাইমস উগান্ডা শাখা, চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং (কেনিয়া) কোং লিমিটেড, সিনহুয়া নিউজ এজেন্সি আফ্রিকা জেনারেল শাখা, চায়না রোড অ্যান্ড ব্রিজ কেনিয়া অফিস, বেইজিং ক্যাপিটাল আফ্রিকা প্রভৃতি প্রতিষ্ঠানে গবেষণা করেন, ইগান্ডা উন্নয়ন পর্যবেক্ষণ কেন্দ্র ও ইউনিভার্সিটি অফ লাইরোবির সঙ্গে যৌথভাবে একাডেমিক সম্মেলন অনুষ্ঠান করেন এবং মিডিয়া সাক্ষাৎকার গ্রহণ করেন। এই সফর বিএফএসইউ’র প্রথমবার রুয়ান্ডা ও উগান্ডা বিশ্ববিদ্যালয়-পর্যায়ের সফর। আফ্রিকান ভাষা ও সংস্কৃতির শিক্ষা ও পেশাদার প্রতিভা প্রশিক্ষণ শাক্তিশালীকরণ, আফ্রিকান বিখ্যাত বিশ্ববিদ্যালয় ও বিদ্বানদের সঙ্গে আঞ্চলিক ও দেশ অধ্যয়ন প্রভৃতি বিষয়ের যৌথ গবেষণা, বিশ্ববিদ্যালয়-এন্টারপ্রাইজ সহযোগিতা ও শিক্ষার্থীদের বিদেশে ইন্টার্নশিপ অনুশীলন সম্প্রসারণ প্রভৃতি বিষয়ে প্রতিনিধিদল পূর্ব আফ্রিকার তিন দেশের অংশীদারের সঙ্গে ব্যাপক ঐকমত্য অর্জন করেছে এবং সম্পর্কিত সহযোগিতা সংক্রান্ক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই সফরের মাধ্যমে দু পক্ষের বন্ধুত্ব ও পারস্পরিক বিশ্বাসকে গভীর হয়েছে এবং সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হয়েছে এবং সম্পূর্ণ সফল হয়েছে।
