৯ এপ্রিল বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটি (বিএফএসইউ) ও স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ, লন্ডন বিশ্ববিদ্যালয়-এর (এসওএএস) মধ্যে লেটার অব ইনটেন্ট স্বাক্ষরিত অনুষ্ঠান এসওএএসে আয়জিত। বেইজিং-এর ভাইস মেয়র মা জুন অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তৃতা দেন। বিএফএসইউ-র সিপিসি কমিটির স্থায়ি সদস্য ও বিশ্ববিদ্যালয়ের উপ-সভাপতি জ্যাও গাং এবং এসওএএসের উপ-সভাপতি লরা হ্যামন্ড দুই বিশ্ববিদ্যালয়ের পক্ষে লেটার অব ইনটেন্টে স্বাক্ষর করেন।
