১৩ এপ্রিল চীনে নিযুক্ত মাল্টার রাষ্ট্রদূত জন বুসুটিল ও মাল্টা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আলফ্রেড জে. ভেলা বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটি-তে (বিএফএসইউ) সফর আসেন। বিএফএসইউ-র সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সিপিসি কমিটির উপ সভাপতি জিয়া ওয়েন জিয়ান, সিপিসি কমিটির স্থায়ি সদস্য ও বিশ্ববিদ্যালয়ের উপ-সভাপতি লিউ শিন লু প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই পক্ষ সহযোগিতা গভীর করার বিষয় নিয়ে আলোচনা করে। প্রতিনিধিদল মাল্টিজ ভাষার ক্লাসে যোগ করেন এবং বিএফএসইউ-র মাল্টিজের ক্লাসের শিক্ষার্থীদের সঙ্গে আদান-প্রদান করেন।
