১৬ এপ্রিল চীনে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত পের অগাস্টসন বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটি-তে (বিএফএসইউ) সফরে আসেন। বিশ্ববিদ্যালয়ের সিপিসি কমিটির সভাপতি ওয়াং তিং হুয়া পের অগাস্টসনের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই পক্ষ বিএফএসইউ ও সুইডেনের বিভিন্ন মণ্ডলের মধ্যে সহযোগিতা গভীর করা এবং শিক্ষক-শির্ক্ষার্থীর মধ্যে বিনিময় ও অধ্যায়নের সহযোগিতা বৃদ্ধি করার বিষয় নিয়ে আলোচনা করে। সাক্ষাতের আগে সুইডেনের রাষ্ট্রদূত স্কুল আফ ইউরোপিয়ান ল্যাংগুয়েজে অ্যান্ড কাল্টুর, বিএফএসইউ পরিদর্শন করেন এবং সুইডিশ বিভাগের শিক্ষাক ও শিক্ষার্থীদের সঙ্গে আদান-প্রদান করেন।
