18 মার্চ, চীনে সাইপ্রাসের রাষ্ট্রদূত ফ্রান্সিস রানী (H.E. Ms. Frances Lanitou)বেইজিং ফরেন স্টাডিস ইউনিভার্সিটি পরিদর্শন করেন।, চীনের কমিউনিস্ট পার্টি কমিটির স্থায়ী কমিটির সদস্য ঝাও গ্যাং এবং বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট রানিডু এবং তাঁর প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় পক্ষ সাংস্কৃতিক যোগাযোগ জোরদার করা এবং আরও গভীর সহযোগিতা প্রসারের বিষয়ে আলোচনা করেন।
