প্রচ্ছেদ > সংবাদ > Content

চীনে পর্তুগিজ রাষ্ট্রদূত পল নাসিমেন্টো বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটিতে পরিদর্শন

Updated: 2025-03-25

১৩ ই মার্চ, চীনে পর্তুগিজ রাষ্ট্রদূত পল নাসিমেন্টো Paulo Jorge Nascimentoবেইজিং ফরেন স্টাডিস ইউনিভার্সিটি পরিদর্শন করেনবেইজিং ফরেন স্টাডিস ইউনিভার্সিটির প্রধান শিক্ষক ও চীনের কমিউনিস্ট পার্টি কমিটির সহ-সচিব চিয়া ওয়েনচিয়ান নাসিমেন্টো এবং তাঁর প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় পক্ষ সাংস্কৃতিক যোগাযোগ জোরদার করা এবং আরও গভীর সহযোগিতা প্রসারের বিষয়ে আলোচনা করেন।