২৬ ফেব্রুয়ারি, বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির আন্তর্জাতিক ব্যবসা স্কুল ব্রিটিশ বিজনেস গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন (Business Graduates Association, সংক্ষেপে বি-জি-এ) থেকে একটি আনুষ্ঠানিক অভিনন্দন বার্তা গ্রহণ করে। এতে স্কুলটির সফলভাবে বি-জি-এ আন্তর্জাতিক স্বর্ণপদক অনুমোদন অর্জনের কথা জানানো হয়। প্রাথমিক স্বীকৃতির মেয়াদ তিন বছর নির্ধারিত হয়েছে।
বি-জি-এ আন্তর্জাতিক স্বীকৃতি এ-এ-সি-এস-বি(অ্যাসোসিয়েশন টু অ্যাডভান্স কলেজিয়েট স্কুলস অফ বিজনেস) আন্তর্জাতিক স্বীকৃতি এবং ই-কু-ইউ-আই-এস(ইউরোপীয়ান কোয়ালিটি ইম্প্রুভমেন্ট সিস্টেম) আন্তর্জাতিক স্বীকৃতি হচ্ছে বিশ্বব্যাপী ব্যবসায় শিক্ষা প্রতিষ্ঠানের তিনটি প্রধান স্বীকৃতি ব্যবস্থা। বি-জি-এ আন্তর্জাতিক স্বর্ণপদক স্বীকৃতি অর্জন হলো বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির বিজনেস স্কুলের আন্তর্জাতিকীকরণ ও গুণগত মান উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রতীক।
