২০২৪ সালের আগস্ট মাসে, “চীনের উচ্চশিক্ষা: পর্যবেক্ষণ ও গবেষণা” প্রকাশ করা হয়েছে। এটি হলো বেইজিং ফরেন স্টাডিস ইউনিভার্সিটির চীনের কমিউনিস্ট পার্টিরকমিটির সচিব এবং আন্তর্জাতিক শিক্ষা ইনস্টিটিউটের একাডেমিক কমিটির চেয়ারপার্সন অধ্যাপক উয়াং তিং হুয়া-র “যুক্তরাষ্ট্র ও চীনের শিক্ষা পর্যবেক্ষণ ও গবেষণা” শীর্ষক ছয়টি গ্রন্থের মধ্যে শেষটি। সিরিজটি পিপলস এডুকেশন পাবলিশিং হাউস থেকে প্রকাশিত হয়েছে, যার মধ্যে আছে: “চীনের প্রাথমিক শিক্ষা: পর্যবেক্ষণ ও গবেষণা”, “যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষা: পর্যবেক্ষণ ও গবেষণা”, “চীনের উচ্চ শিক্ষা: পর্যবেক্ষণ ও গবেষণা”, “যুক্তরাষ্ট্রের উচ্চ শিক্ষা: পর্যবেক্ষণ ও গবেষণা”, “চীনের শিক্ষকের শিক্ষা: পর্যবেক্ষণ ও গবেষণা” এবং “যুক্তরাষ্ট্রের শিক্ষকের শিক্ষা: পর্যবেক্ষণ ও গবেষণা”।