প্রচ্ছেদ > সংবাদ > Content

বেলারুশের শিক্ষামন্ত্রী আন্দ্রেই ইভানেটস বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটি পরিদর্শন করেছেন

Updated: 2024-05-24

২০ মে বেলারুশের শিক্ষামন্ত্রী আন্দ্রেই ইভানেটস দল নিয়ে বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটি পরিদর্শন করেছেন। বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির প্রধান শিক্ষক ও চীনের কমিউনিস্ট পার্টি কমিটির সহ-সচিব চিয়া ওয়েনচিয়ান এবং ইউনিভার্সিটির চীনের কমিউনিস্ট পার্টির স্থায়ী কমিটির সদস্য ও উপাচার্য জাও কাং ইভানেটসদের সঙ্গে দেখা করেছেন। দুই পক্ষ চীন ও বেলারুশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং শিক্ষার ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা করেছে। চীনের শিক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় বিভাগের দ্বিতীয় স্তরের পরিদর্শক শি রু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বৈঠকের পর বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির রাশিয়ান স্কুলের শিক্ষার্থীরা প্রতিনিধি দলের জন্য একটি চমৎকার বেলারুশিয়ান কবিতা আবৃত্তি এবং ঐতিহ্যবাহী চীনা বাদ্যযন্ত্র পরিবেশন করেছে। এতে রাশিয়ান এবং বেলারুশিয়ান ভাষায় পড়া শিক্ষার্থীদের শেখার কৃতিত্ব প্রদর্শন করা হয়েছে। পারফরম্যান্সের পরিবেশ ছিল উষ্ণ এবং আনন্দময়। প্রতিনিধি দল বেইজিং ফরেন স্টাডিজ বিশ্ববিদ্যালয়ের বেলারুশিয়ান গবেষণা কেন্দ্রও পরিদর্শন করেন। সেখানে তাঁরা কয়েক বছর ধরে কেন্দ্রের নির্মাণ সাফল্যের উচ্চ প্রশংসা করেছেন এবং কেন্দ্রের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ করেছেন।