৯ আগাস্ট যুক্তরাষ্ট্রের স্টনি ব্রুক বিশ্ববিদ্যালয়ের নির্বাহী সভাপতি, প্রধান উপ-সভাপতি কার্ল লেজুয়েজ দল নিয়ে বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটি-র (বিএফএসইউ) সফর। বিএফএসইউ-র সভাপতি, বিশ্ববিদ্যালয়ের পার্টির কমিটির উপ-সভাপতি ইয়াং তান তাঁর সঙ্গে দেখা হয়। দু পক্ষ বিভিন্ন বিষয়ের গভীর সহযোগিতা নিয়ে আদান প্রদান করেছে।