প্রচ্ছেদ > সংবাদ > Content

বিএসইউর সভাপতি বিএফএসইউর সফর

Updated: 2023-04-06

২৩ মার্চ বেলারুশিয়ান স্টেট ইউনিভার্সিটির (বিএসইউ) সভাপতি আন্দ্রেই করোল একটি প্রতিনিধি দল নিয়ে বেইজিং ফোরেন স্টাডিজ ইউনিভার্সিটির (বিএফএসইউ) সফর করেন। বিএফএসইউর সভাপতি ও পার্টির উপসভাপতি ইয়াং দান করোলের সঙ্গে সাক্ষা করেন। উভয় পক্ষ স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে বিএফএসইউ-বিএসইউ চুক্তি স্বাক্ষর করেছে।