প্রচ্ছেদ > সংবাদ > Content

বিএফএসইউ এবং কাজ-এনইউর সাথে চুক্তি স্বাক্ষর

Updated: 2023-10-23

১৭ অক্টবর বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির (বিএফএসইউ) সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সিপিসি কমিটির উপ-সভাপতি ইয়াং তান আল-ফারাবি কাজাখ জাতীয় বেশ্ববিদ্যালয়ের (কাজ-এনইউ) সভাপতি তুইমেবায়েভ জানসেইট কানসেইতুলির সঙ্গে দেখা করেছেন। সিআইটিআইসি গ্রুপের চেয়ারম্যান জ্যু হেশিনের প্রত্যক্ষদর্শীতে দুই পক্ষ শিক্ষার্থী ও কর্মীদের বিনিময়ের বিষয়ে একটি সম্পূরক চুক্তি স্বাক্ষর করেছে।