প্রচ্ছেদ > সংবাদ > Content

২০২২ সালের হাংচৌ ১৯তম এশিয়ান গেমস কমিটি বিএফএসইউ-র সফর

Updated: 2023-03-06

১ মার্চ ২০২২ সালের হাংচৌ ১৯তম এশিয়ান গেমস কমিটির জনসংযোগ বিভাগের উপ-প্রধান স্যু চিয়ান ফেং বেইজিং ফোরেন স্টাডিজ ইউনিভার্সিটির (বিএফএসইউ) সফর করেছেন। বিএফএসইউর সিপিসি স্থায়ী কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান জিয়া ডে জং স্যুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই পক্ষ্য হাংচৌর এশিয়ান গেমসে বহুভাষিক অনুবাদ সেবার হটলাইন সম্পর্কে মতামত বিনিময় করেছে।

বেইজিং মাল্টিলিঙ্গুয়াল সার্ভিস সেন্টারের স্থিতাবস্থা, এশিয়ান গেমসের স্বেচ্ছাসেবক নিয়োগ এবং স্বেচ্ছাসেবক সেবা গ্যারান্টিসহ নানা বিষয় আলোচনা করা হয়।

বৈঠকের পর স্যু চিয়ান ফেং বেইজিং মাল্টিলিঙ্গুয়াল সার্ভিস সেন্টার ও বিএফএসইউ-র বিশ্বের ভাষার যাদুঘর পরিদর্শন করলেন।