
৬ জুন জার্মানির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সহ-সভাপতি লার্স ক্লিংবিল দল নিয়ে বেইজিং ফোরেন স্টাডিজ ইউনিভার্সিটি (বিএফএসইউ) সফর করেন। ক্লিংবিল ‘পরিবর্তনে বিশ্বের শৃঙ্খলা’ বিষয় দিয়ে একটি বক্তৃতা করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের প্রশ্নের জন্য উত্তর দেন। বিএফএসইউ’র পার্টির সভাপতি ওয়াং দিং হুয়া, উপ-সভাপতি ও ইউনিভার্সিটির উপ-সভাপতি জিয়া ওয়েন জিয়ান তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন।