২৪ নোভেম্বর চীন অধ্যয়নের বিশ্ব সম্মেলনের সাংহাই ফোরাম সাংহাই আন্তর্জাতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সম্মেলনের এই বারের বিষয় হলো “চীনা সভ্যতা ও চীনের পথ—একটি বিশ্বব্যাপী দৃষ্টিকোণ”। বেইজিং ফোরেন স্টাডিজ ইউনিভার্সিটির (বিএফএসইউ) সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সিপিসি কমিটির উপসভাপতি ইয়াং তান দল নিয়ে ফোরামে অংশগ্রহ করতে গিয়েছিলেন।
ইয়াং তান “সভ্যতার পারস্পরিক শিক্ষা: তুলনামূলক দৃষ্টিকোণে চীনা জাতির আধুনিক সভ্যতা” নামে একটা সাব-ফোরামে বিক্তৃতা করলেন। বিক্তৃতাটার বিষয় হলো “প্রধান দেশের ভাষা কৌশল: ভাষা দিয়ে সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষা প্রচার”।
সম্মেলনটা স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিস ও সাংহাই মিউনিসিপ্যাল পিপলস যৌথভাবে আয়োজন করা হয়। সম্মেলনটায় চীন অধ্যয়নের বিশ্ব সংঘ প্রতিষ্ঠিত হয়েছে এবং চীন অধ্যয়নের আবদান পুরস্কার-২০২৩ দেওয়া হয়েছে। প্রায় ৬০টা দেশ ও অঞ্চলের ৪০০ জনেরও বেশি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট পক্ষের প্রতিনিধি সম্মেলনটায় উপস্থিত হয়।