প্রচ্ছেদ > সংবাদ > Content

চীন-আফ্রিকা ইউনিভার্সিটি অ্যালায়েন্স এক্সচেঞ্জ মেকানিজমের চীনা সচিবালয় বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটিতে উদ্বোধন করা হয়েছে

Updated: 2023-09-05

৩১ আগস্ট ২০২৩ চীনের উচ্চ শিক্ষা সমিতি এবং আফ্রিকান বিশ্ববিদ্যালয় সমিতি বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটিতে চীন-আফ্রিকা ইউনিভার্সিটি অ্যালায়েন্স এক্সচেঞ্জ মেকানিজমের চীনা সচিবালয় বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটিতে উন্মোচন করেছে।

চীন উচ্চ শিক্ষা সমিতির সভাপতি তু ইউবো, ভাইস সভাপতি জাং তালিয়াং, আফ্রিকান বিশ্ববিদ্যালয় সমিতির মহাসচিব ওলুসোলা ওয়েওলে, বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির চীনের কমিউনিস্ট পার্টি কমিটির সেক্রেটারি ওয়াং তিংহুয়া, ইউনিভার্সিটির চীনের কমিউনিস্ট পার্টির কমিটির সহ-সচিব ও প্রধান শিক্ষক ইয়াং তান এবং চীনের উচ্চ শিক্ষা সমিতির ডেপুটি সেক্রেটারি-জেনারেল হাও ছিংচিয়ে একসঙ্গে চীনা-আফ্রিকা ইউনিভার্সিটি অ্যালায়েন্সের এক্সচেঞ্জ মেকানিজমের চীনা সচিবালয় উন্মোচন করেছেন।

চীনের শিক্ষা মন্ত্রণালয় এবং চীনের উচ্চশিক্ষা সমিতির নির্দেশনায়, চীনা-আফ্রিকা ইউনিভার্সিটি অ্যালায়েন্সের এক্সচেঞ্জ মেকানিজমের চীনা সচিবালয় চীনের অনেক বিশ্ববিদ্যালয় এবং আফ্রিকান গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে আন্তঃস্কুল সহযোগিতা ও বিনিময় কার্যক্রম পরিচালনা করবে এবং ধীরে ধীরে চীন-আফ্রিকা বৈজ্ঞানিক গবেষণা সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করবে।