প্রচ্ছেদ > সংবাদ > Content

কান্ট্রি এন্ড এরিয়া স্টাডিজ ইনফরমেশন রিসোর্স কনস্ট্রাকশন সেমিনার বেইজিং ফরেন স্টাডিস ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়

Updated: 2023-03-21

১৮ মার্চ চায়না কান্ট্রি এন্ড এরিয়া স্টাডিজ কমিউনিটির উদ্যোগে কান্ট্রি এন্ড এরিয়া স্টাডিজ ইনফরমেশন রিসোর্স কনস্ট্রাকশন সেমিনার বেইজিং ফরেন স্টাডিস ইউনিভার্সিটিতে অনলাইনে এবং অফলাইনে অনুষ্ঠিত হয়। বেইজিং ফরেন স্টাডিস ইউনিভার্সিটির চীনের কমিউনিস্ট পার্টির কমিটির সহ-সচিব ও প্রধান শিক্ষক ইয়াং তান সেমিনারে উপস্থিত ছিলেন।

পেকিং ইউনিভার্সিটি, চীনের রেনমিন ইউনিভার্সিটি, নর্থইস্ট নরমাল ইউনিভার্সিটি, বেইজিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ইউনিভার্সিটি, জেজিয়াং নরমাল ইউনিভার্সিটি, গুয়াংসি ইউনিভার্সিটি ফর ন্যাশনালিটিস, ইউনান ইউনিভার্সিটি, তিব্বত ইউনিভার্সিটি, ফরেন অ্যাফেয়ার্স কলেজ, চায়না ইউনিভার্সিটি অফ পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ল, সিনজিয়াং ইউনিভার্সিটি, কমিউনিকেশন ইউনিভার্সিটি অফ চায়না, চীনের সেন্ট্রাল ইউনিভার্সিটি ফর ন্যাশনালিটিস, গুয়াংডং ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফরেন ট্রেড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, বেইজিং ইন্টারন্যাশনাল স্টাডিজ ইউনিভার্সিটি, গুয়াংসি ইউনিভার্সিটি এবং ইনার মঙ্গোলিয়া ইউনিভার্সিটি-সহ ৩৪টি ইউনিভার্সিটির ৯৬জন কান্ট্রি এন্ড এরিয়া স্টাডিজের বিশেষজ্ঞ এই সেমিনারে অংশগ্রহণ করেন। তাঁরা কান্ট্রি এন্ড এরিয়া স্টাডিজ ইনফরমেশন রিসোর্স কনস্ট্রাকশনের ধারণা, পদ্ধতি এবং পরিকল্পনাকে কেন্দ্র করে গভীরভাবে আলোচনা করেছেন।