প্রচ্ছেদ > সংবাদ > Content

ইউনেস্কোর সাবেক মহাপরিচালক ইরিনা বখোভা সংস্কৃতি এবং বিশ্ব শাসন নিয়ে বক্তৃতা দেন

Updated: 2023-11-06

২৩ অক্টবর জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কো) সাবেক মহা পরিচালক, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি ফর পিস ইন কোস্টা রিকার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং বেইজিং ফোরেন স্টাডিজ ইউনিভার্সিটির (বিএফএসইউ) স্কুল অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের অনারারি ডিন ইরিনা বখোভা সংস্কৃতি এবং বিশ্ব শাসন’ বিষয় নিয়ে বক্তৃতা করেন। বিএফএসইউর সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের সিপিসি কমিটির উপসভাপতি ইয়াং দান অনুষ্ঠানটিতে উপস্থিত হন। বিশ্ববিদ্যালয়ের সিপিসি কমিটির সাধারণ সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের উপসভাপতি জ্যাও গাং অনুষ্ঠানটি হোস্ট করেন।

বক্তৃতায় বখোভা সংস্কৃতি ও টেকসই উন্নয়নের সম্পর্ক, জাতিসংঘের সংস্কৃতি সম্পর্কিত ১৭টা টেকসই উন্নয়নের লক্ষমাত্রার চর্চা ব্যাখা করেছিলেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে লিঙ্গ ও টেকসই উন্নয়ন, বিভিন্ন দেশের আন্তর্জাতিক নিয়ম ও কনভেশনের পূরণ করা, সাংস্কৃতিক ঐতিহ্যের প্রত্যাবর্তনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলেন।

অনুষ্ঠানের পর ইয়ং বখোভাকে ‘চীনা চিন্তাধারা এবং সংস্কৃতির মূল ধারণা (চীনা-ইংরেজী)’ নামের বই দিয়েছিলেন।