৩ এপ্রিল ২০২৩, চীনে রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির প্রেসিডেন্টের ব্যক্তিগত দূত এবং পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি অফিসের পরিচালক খে ছিউ মিং-র নেতৃত্বে একটি প্রতিনিধিদল বেইজিং ফরেন স্টাডিস ইউনিভার্সিটি পরিদর্শন করেছে। বেইজিং ফরেন স্টাডিস ইউনিভার্সিটির প্রধান শিক্ষক ও ইউনিভার্সিটির চীনের কমিউনিস্ট পার্টির কমিটির সহ-সচিব ইয়াং তান তাঁদের সঙ্গে দেখা করেছেন।
উভয় পক্ষ শিক্ষার্থীদের ইন্টার্নশিপ এবং কর্মসংস্থান, স্বেচ্ছাসেবী সেবা এবং একাডেমিক যোগাযোগের ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়কে কেন্দ্র করে মতামত বিনিময় করেছে। খে ছিউ মিং বেইজিং ফরেন স্টাডিস ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীদের জন্য মানবিক সহায়তা বিষয়ক একটি বিশেষ বক্তৃতা দিয়েছেন।