প্রচ্ছেদ > সংবাদ > Content

‘আন্তর্জাতিক কনফুসিয়ানিজম এবং চীনা সংস্কৃতি শিক্ষক প্রশিক্ষণ ক্লাস-২০২১’শুরু হয়েছে

Updated: 2021-08-16


২০ই জুলাই ইন্টারন্যাশনাল কনফুসিয়াস অ্যাসোসিয়েশন এবং বেইজিং ফরেন স্টাডিজ বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে আন্তর্জাতিক কনফুসিয়ানিজম এবং চীনা সংস্কৃতি শিক্ষক প্রশিক্ষণ ক্লাস-২০২১ উদ্বোধন করা হয়েছে। ইন্টারন্যাশনাল কনফুসিয়াস অ্যাসোসিয়েশনের মহাসচিব জা দ্যেয়ং, সিপিসি স্থায়ী কমিটির সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট জহাও কাং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনলাইনে ইংরেজি ও চীনা ভাষায় পরিচালিত এই প্রশিক্ষণ ক্লাস ১৩ দিন চলবে। এতে ২৬টি দেশের ১২০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।এসব ক্লাস চীনা ও বিদেশি শিক্ষকগণ পরিচালনা করবেন। পিকিং বিশ্ববিদ্যালয়, ছিংহুয়া বিশ্ববিদ্যালয়, বেইজিং ফরেন স্টাডিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, মিউনিখ বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি-সহ দেশ-বিদেশের প্রায় ৫০টি বিশ্ববিদ্যালয়ের শতাধিক বিশেষজ্ঞ ও অংশগ্রহণকারী উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।