৮ নভেম্বর আয়ারল্যান্ডেরউপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী মাইকেল মার্তিনের বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটি (বিএফএসইউ) সফর হয়। তিনি চীন-আয়ারল্যান্ডের সম্পর্ক ও আয়ারলান্ডের পররাষ্ট্রনীতির বিষয় নিয়ে বক্তৃতা করেছিলেন এবং দেশি-বিদেশি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আদান প্রদান করেছিলেন। বিএফএসইউ-র সিপিসি কমিটির সভাপতি ওয়াং তিংহুয়া অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং বক্তৃতা করেছিলেন।