৪ সেপ্টেম্বর ২০২৩ বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির ২০২৩ সালে ভর্তিচ্ছু নবীনদের জন্য উদ্বোধনী অনুষ্ঠান ইস্ট ক্যাম্পাসের জিমনেসিয়ামে জমকালোভাবে অনুষ্ঠিত হয়েছে। ৩২৬৭ জন নতুন শিক্ষার্থী বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির পরিবারে যোগদান করেছে এবং নতুন জীবনযাত্রা শুরু করেছে।
![](/__local/1/7B/D3/7F7F7BA3DC3F0ADCD7DF7F3CB5D_6CEEFE03_332F1.png)
বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির চীনের কমিউনিস্ট পার্টি কমিটির সেক্রেটারি ওয়াং তিংহুয়া, ইউনিভার্সিটির চীনের কমিউনিস্ট পার্টির কমিটির সহ-সচিব ও প্রধান শিক্ষক ইয়াং তান, বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির ১৯৭৩ সালের প্রাক্তন ছাত্র ও চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রাক্তন উপ-পরিচালক আই ফিং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইয়াং তান “কমিউনিজমের প্রতি বিশ্বস্ত, প্রশিক্ষিত এবং মার্জিত বি-এফ-এস-ইউর ছাত্রছাত্রী হও” শিরোনামের একটি বক্তৃতার মাধ্যমে ২০২৩ সালে ভর্তিচ্ছু নবীনদেরকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন। ওয়াং তিংহুয়া নবীন ছাত্রছাত্রীদের প্রতিনিধিদেরকে ইউনিভার্সিটির ব্যাজ এবং ক্যাম্পাস কার্ড প্রদান করেছেন। উপস্থিত সকল নবীন ছাত্রছাত্রীরা একসঙ্গে ইউনিভার্সিটির ব্যাজ পরেছে এবং আনুষ্ঠানিকভাবে “বি-এফ-এস-ইউর ছাত্রছাত্রী” হয়ে উঠেছে।