![](/__local/1/70/25/417D1497514DD6C0EF56EFF01DE_706720F3_26B1F.png)
২০ মার্চ চীন নিযুক্ত কাজাখস্তানের রাষ্ট্রদূত শাখরাত নুরিশেভ বেইজিং ফোরেন স্টাডিজ ইউনিভার্সিটির (বিএফএসইউ) সফর করেন এবং প্রথম জাতীয় কাজাখ ভাষার প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন। বিএফএসইউ সিপিসির সভাপতি ওয়াং দিং হুয়া নুরিশেভের সঙ্গে সাক্ষাত করেছেন। উভয় পক্ষ যুগপত ব্যাখ্যার প্রশিক্ষণ, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান প্রভৃতি সহযোগিতার বিষয় আদান প্রদান করেছে।