২৯ এপ্রিল মাল্টার শিক্ষা, ক্রীড়া, যুব, গবেষণা ও উদ্ভাবন মন্ত্রী ক্লিফ্টন গ্রিমা বেইজিং ফোরেন স্টাডিজ ইউনিভার্সিটি-র সফর হয়। বিএফএসইউ’র প্রধান সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সিপিসি কমিটির উপ সভাপতি জিয়া ওয়েন জিয়ান এবং সিপিসি কমিটির সাধারণ সদ্যস ও বিশ্ববিদ্যালয়ের উপ সভাপতি জ্যাও গাং গ্রিমার সঙ্গে সাক্ষাৎ হন।
গ্রিমা “তরুণদের ব্যাপক উন্নয়ন” নামের বক্তৃতা দিলেন এবং মাল্টার উচ্চ-শিক্ষার ব্যবস্থা, যুব ক্ষমতায়ন, শিক্ষা ও উদ্ভাবন, ত্রীড়ার সমন্বিত উন্নয়নসহ নানা বিষয়ের প্রশ্নের জন্য উত্তর দিলেন।
বক্তৃতার আগে বিএফএসইউ’র মাল্টা ভাষা কোর্সের শিক্ষার্থীবৃন্দ মাল্টা ভাষার গান ‘সূর্য’ (Xemx) গাইলো। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ অনেক প্রশংসা করলেন। গ্রিমা বিএফইউ’র বিশ্ব ভাষা যাদুঘর পরিদর্শন করলেন।