প্রচ্ছেদ > সংবাদ > Content

বিএফএসইউ’র প্রধান সভাপতি জিয়া ওয়েন জিয়ান

Updated: 2024-05-10

২৬ এপ্রিল শিক্ষামন্ত্রণায়ের সিপিসি গ্রুপের দ্বারা ঘষণা হয়। জিয়া ওয়েন জিয়ান বেইজিং ফোরেন স্টাডিজ ইউনিভার্সিটি (বিএফএসইউ) র প্রধান সভাপতি এবং ইয়াং তান বদলে বিশ্ববিদ্যালয়ের সিপিসি কমিটির উপ সভাপতির দায়িত্ব পালন করেন।

জিয়া ওয়েন জিয়ান ১৯৬৭ সালের জুনে জন্ম হন। তিনি হলেন পিএচডি ডিগ্রি প্রাপ্ত অধ্যাপক এবং সিপিসি’র সদ্যস। তিনি ওগে বিএফএসইউ ও বিশ্ববিদ্যালয়ের সিপিসি কমিটির উপ সভাপতি ছিলেন।