প্রচ্ছেদ > সংবাদ > Content

ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল, বিএফএসইউ এএসিএসবি আন্তর্জাতিক স্বীকৃতি পাস করেছে

Updated: 2023-08-16

সম্প্রতি দ্য অ্যাসোসিয়েশন টু অ্যাডভান্স কলেজিয়েট স্কুল অফ বিজনেস (এএসিএসবি) ঘোণা করলো যে তার প্রারম্ভিক মার্টিফিকেশন কমিটির ভোট এবং মার্টিফিকেশন কাউন্সিলের ভোট দ্বারা ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল, বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটি (বিএফএসইউ) এএসিএসবি আন্তর্জাতিক স্বীকৃতি পাস করা হয়। স্বাীকৃতির মেয়াদ হলো ৫ বছর।