প্রচ্ছেদ > সংবাদ > Content

চীনে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বিএফএসইউ সফর

Updated: 2023-05-09

৪ মে চীনে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আলি ওবাইদ আল জাহেরি বেইজিং ফোরেন স্টাডিজ ইউনিভার্সিটি (বিএফএসইউ) সফর করেন। বিশ্ববিদ্যালয়ের সিপিসি কমিটির সভাপতি ওয়াং তিং হুয়া জাহেরির সঙ্গে সাক্ষাত করেন।

দুই পক্ষ শিক্ষার্থীদের বিনিময়, শিক্ষকদের সফর, সহযোগী শিক্ষা, একাডেমিক বিনিময় প্রভৃত বিষয়ে আরও সহযোগিতা সম্পর্কে আলোজনা করে। আলোজনার পর জাহেরি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সভা ভবনে স্কুল অফ আরব স্টাডিজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দের সঙ্গে কাছাকাছি বিনিময় করেন।