প্রচ্ছেদ > সংবাদ > Content

এসওএএস-এর ভাইস-চ্যান্সেলরের বিএফএসইউ সফর

Updated: 2024-03-15

১২ মার্চ স্কুল অফ অরিয়েনটাল অ্যান্ড আফ্রিকা স্টাডিজ (এসওএএস), লন্ডন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর আদম হাবিবের বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটি (বিএফএসইউ) সফর হয়। বিএফএসইউ-র সিপিসি কমিটির সভাপতি ওয়াং তিংহুয়া এবং বিশ্ববিদ্যালয়ের উপ-সভাপতি জিয়া ওয়েন জিয়ান হাবিবের সঙ্গে দেখা হয়।

ওয়াং বিএফএসইউ-র মেজার উন্নয়ন এবং আন্তর্জাতিক বিনিময়ের বিষয় নিয়ে পরিচয় দিলেন। তিনি আশা করলেন আলোজনাটার পর দুই পক্ষ শিক্ষা, যৌথ প্রশিক্ষণ এবং গবেষণাসহ বিভিন্ন বিষয়ে গভীর সহযোগিতা হবে।

হাবিব এসওএএস-এর সাধারণ বিষয় পরিচয় দিলেন এবং বিএফএসইউ-র সঙ্গে শিক্ষা ও গবেষণার সহযোগিতা এবং যুব প্রশিক্ষণ ও উন্নয়নের পথ অন্বেষণ করার ইচ্ছা প্রকাশ করলেন।

ওয়াং এবং হাবিব দুই পক্ষ থেকে এমএ-র সহযোগিতা চুক্তি স্বাক্ষর করলেন।